দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া তেলেগু টিভিতে একটি রান্না-বিষয়ক একটি জনপ্রিয় রিয়েলিটি শো ‘মাস্টারশেফ’ উপস্থাপনা করছেন। কিন্তু শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই শো এর পরিচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন তামান্না।
বিনোদনমূলক একটি তেলেগু পোর্টাল এ খবর দিয়ে জানাচ্ছে যে ‘মাস্টারশেফ’ এর পরিচালকের বিরুদ্ধে তামান্না আইনি পদক্ষেপ নিতে চলেছে। কারণ তার বাকি পারিশ্রমিক তিনি এখনো পাননি। তামান্নার পক্ষ থেকে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনের লাইন কেটে দেন। জানা যাচ্ছে জেমিনি টিভি কর্তৃপক্ষ এবং এই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তামান্না। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তামান্নার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তামান্না বলিউডেও পরিচিত মুখ। ‘মিল্কি বিউটি’ খ্যাত অভিনেত্রী তামান্না এইসবের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। জানা গেছে এই শহরের জন্য তিনি তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। যা তাঁর টিভি ও ওয়েব সিরিজের পারিশ্রমিকের চেয়ে অনেক বেশি। মোটা অঙ্কের পারিশ্রমিক নেওয়া সত্ত্বেও জেমিনি টিভি কর্তৃপক্ষ তেলেগু চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী তামান্নাকে এই রিয়েলিটি শোয় নিয়েছে।