দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়ে গেল ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান। গত মার্চেই ঘোষিত হয়েছিল বিগত দুই বছরের সমস্ত বিজয়ী কলাকুশলী এবং ছবির নাম। সোমবার সেই পুরস্কার তুলে দেওয়া হয়।এবছর দাদাসাহেব ফালকে পুরস্কার জিতে নিলেন দক্ষিণী সুপারস্টার থালাইভা রজনীকান্ত।অন্যতম জুড়ি মেম্বার অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন,প্রতিভাবান হওয়ার পাশাপাশি রজনীকান্ত এমন একজন মানুষ যিনি মাটির কাছাকাছি থাকতেই বেশি পছন্দ করেন।সেই কারণেই দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য রজনীকান্তকে বেছে নিয়েছেন তাঁরা।জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা ছবির পুরস্কার পেল নীতেশ তিওয়ারি পরিচালিত সুশান্ত সিং রাজপুতের ছবি ছিছোড়ে।ভোঁসলে ছবিতে কাজের সৌজন্যে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন মনোজ বাজপেয়ী। পাশাপাশি অসুরান ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ধানুশও।মণিকর্ণিকা এবং পাঙ্গা ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন কঙ্গনা রানাওয়াত।