দুর্গাপুর : স্ট্যান লির তৈরি স্পাইডারম্যান মার্বেলের কমিকসের দৌলতে অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র। সেই চরিত্রকেই যদি বাস্তবে দেখতে পাওয়া যেত কেমন লাগত? এমন প্রশ্ন আমাদের অনেকের মনেই এসেছে কম বেশি। কিন্তু সেই স্পাইডারম্যান যদি পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় ?
এমনটাই হয়েছে শনিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের সামনের বাসস্ট্যান্ডে ।দেখা গেল জীবন্ত ‘স্পাইডারম্যান’। বাস টার্মিনাসে দাপিয়ে বেড়াচ্ছে সেই স্পাইডারম্যান। এক লাফে এই সরকারি বাসের ছাদ থেকে ওই সরকারি বাসের ছাদ।
স্পাইডারম্যান এর ঝাঁপাঝাপি লাফালাফি দেখতে যাত্রীদেরসহ পথচারীদের ভিড় হয় শনিবার দুপুরে ৷ সরকারি বাসের চালক, কন্ট্রাক্টর-সহ সকল কর্মীরা স্পাইডারম্যানের উৎপাত রুখতে ব্যাস্ত হয়ে পড়েন। বাসস্ট্যান্ডের যাত্রীরা আবার স্পাইডারম্যান এর সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি শুরু করেন।
সরকারি বাসের ছাদে স্পাইডারম্যান
আরও পড়ুন – আকাশছোঁয়া দাম পেট্রোপণ্যের, মোদি সরকারকে আক্রমণ রাহুল-প্রিয়াঙ্কার
দর্শকরা অনেকবার অনুরোধ করেন, তাঁকে মুখোশটা একবার খুলে মুখ দেখাতে। কিন্তু তাতে আমল দেননি তিনি। এরপর কোনও রকমে বাস কর্মীরা তাঁকে বাগে আনে। সরকারি বাসে উৎপাৎ করতে সতর্ক করা হয়। এরপর পরিস্থিতি বেগতিক বুঝে ওই স্পাইডারম্যান নিজের নাম ঠিকানা গোপন রেখে এলাকা ছেড়ে এক পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিটিসেন্টারের দুটি বড় মলে গিয়েও এদিন একই রকম দাপাদাপি করে ওই স্পাইডারম্যান। স্পাইডারম্যান বাস্তবের ওই রোমাঞ্চকর দৃশ্য দেখে আনন্দ উপভোগ করে দর্শকেরা। মূহুর্তের মধ্যে স্পাইডারম্যানের ভিডিও দুর্গাপুরের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও চলচিত্র জগতের এই দৃশ্য জনবহুল রাস্তায় দেখে শিশু মনে বিপদ ডেকে আনার আশঙ্কা করছেন ওয়াকিবহাল মানুষ।