বসিরহাট: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে ধুন্ধুমার বসিরহাটে৷ শনিবার সন্ধেয় রোগী পরিবারের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের তুমুল বচসা শুরু হয়৷ খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ শনিবার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা৷
বসিরহাট মহকুমার মাটিয়া থানার রঘুনাথপুর দাসপাড়ার বাসিন্দা দিলীপ ঘোষ(৫৬)৷ তিনি পেশায় রাজ মিস্ত্রি৷ শনিবার দুপুরে নুকে যন্ত্রণা অনুভব করেন তিনি৷ পরিস্থিতি বেগতিক বুঝে পরিবারের সদস্যরা তাঁকে মহকুমা হাসপাতাল বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান৷ ভর্তির পর থেকে সঠিক চিকিৎসা হচ্ছিল না বলে পরিবারের অভিযোগ৷ এমনকী, দিলাপবাবুর শরীরিক অবস্থার অবনতি হলেও তা পরিবারকে জানানো হয়নি বলে অভিযোগ৷ অথচ, সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ পরিবারের সদস্যদের জানানো হয় দিলীপবাবুর মৃত্যু হয়েছে৷ এই খবর জানার পরেই হাসপাতাল চত্ত্বরে ক্ষোভে ফেঁটে পড়েন রোগী পরিজনেরা৷ দু’পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়৷ খবর পৌঁছয় বসিরহাট থানায়৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ রোগী পরিজন কর্তব্যরত চিকিৎসকদের শাস্তির দাবি করেন৷