বিজয়া দশমী শেষ, লক্ষ্মীপুজোও সারা। তবে পুজোর আমেজ এখনও মজে ‘খড়কুটো’ ধারাবাহিকের সদস্যরা। সৌজন্য, গুনগুন, পটকা, মিষ্টি কিন্তু হইহই করে পুজোর আনন্দে মেতে দুর্গা ঠাকুরদালানে। দুর্গা প্রতিমা সপরিবারে একচালায় বসে রয়েছেন। দেবী রয়ে গিয়েছেন ধারাবাহিক ‘খড়কুটো’র স্টুডিয়োয়। ঢাক বাজছে, ধুনো পুড়ছে। জমে গিয়েছে মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো।
আরও পড়ুন :লাইভ কনসার্টে প্রকাশ হল অঞ্জন দত্তের নতুন ওয়েব সিরিজের গান
হাসি, মজা, হুল্লোড়ের মধ্যেই নির্দিষ্ট সময়ে ক্যামেরার সামনে সৌজন্য-গুনগুন ওরফে কৌশিক রায় ও তৃণা সাহা। পরিচালক অ্যাকশন বললেই তাঁদের রসায়ন জমজমাট। এ ভাবেই যেন চলতে থাকে ধারাবাহিক, সেই কামনা ‘মিষ্টি’ ওরফে রাজন্যা মিত্র।
সোহিনী সেনগুপ্ত পুজোর আগেই হারিয়েছেন মা স্বাতীলেখা সেনগুপ্তকে। এ বছর পুজোর আনন্দ তাঁর কাছে ম্লানছিল। তবে সেই কষ্ট কিছুটা মিটিয়ে দিয়েছে তাঁর খরকুটোর সেট।।পর্দার পুটুপিসি জানালেন, ষষ্ঠী থেকে নবমী চুটিয়ে উপভোগ করছেন।
সারা সপ্তাহ ধরে দর্শকরা এখনও টিভির পর্দায় দেখছে দুর্গাপুজো। তবে পুজোর উপলক্ষে গুনগুনের শ্বশুরবাড়িতে হাজির তার ‘তিন্নি দিদি’ অর্থাৎ রুকমা রায়। আর সে আসা মানেই সৌজন্য-গুনগুনের মধ্যে কিছু না কিছু সমস্যা হবেই। পুজোতেও কি তার থেকে ছাড় দেবে না তিন্নি অর্থাৎ সৌজন্যের সহকর্মী অনন্যা! খরকুটো ধারাবাহিকে আবার কী নতুন সমস্যা আসছে গুনগুনের জীবনে। ধারাবাহিকের সেই সব দৃশ্যর বাইরের কিছু ঝলক উঠে এলো ক্যামেরায়।