আইজল: জনবিস্ফোরণ আটকাতে একদিকে চেষ্টা চালাচ্ছে অসম এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি৷ অন্যদিকে উল্টোপথে হেঁটে জনসংখ্যা বাড়ানোর ওপর জোর দিতে বললেন মিজোরামের মন্ত্রী রবার্ট রোমাওয়াইয়া রোয়টে৷ শুধু তাই নয়, অধিক সন্তান উৎপাদনে বাবা-মায়েদের উৎসাহ দিতে ‘ইনাম’ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি৷
আরও পড়ুন: মোদীর বৈঠকের আগে আলোচনার দাবি মেহবুবার
রবিবার ছিল আন্তর্জাতিক পিতৃ দিবস৷ ওই দিন মিজোরামের ক্রীড়ামন্ত্রী জানান, তাঁর বিধানসভা এলাকার যে সমস্ত পরিবারে সন্তানের সংখ্যা বেশি সেই সব পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হবে৷ ওই পুরস্কার মূল্য দেবে নর্থ ইস্ট কনসালটেন্সি সার্ভিস নামে একটি সংস্থা৷ যেটি মন্ত্রীর নিজের ফুটবল ক্লাব আইজল এফসি-র স্পনসরর৷
আরও পড়ুন: কোভিড নিয়ে কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর
তবে সর্বাধিক কত সন্তান থাকলে পুরস্কার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন বাবা-মা তা নির্দিষ্ট করে জানাননি ক্রীড়ামন্ত্রী৷ তিনি চান, মিজোরামের জনসংখ্যা বাড়ুক৷ এমনিতেই দেশের মধ্যে মিজোরামের জনঘনত্ব খুবই কম৷ গোটা দেশের গড় জনঘনত্ব যেখানে ৩৮২, সেখানে মিজোরামে প্রতি বর্গ কিমি-তে জনঘনত্ব ৫২৷ রাজ্যের জনসংখ্যা কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী৷ বলেন, ‘গত কয়েক বছরে মিজোরামে বন্ধ্যাত্বের হার অনেক বেড়ে গেছে৷ যা যথেষ্ট চিন্তার৷’ বলে রাখা ভালো, ২০১১ সালের আদামসুমারি অনুযায়ী, মিজোরামে জনসংখ্যা ১০.৯১ লক্ষ৷ দেশের মধ্যে দ্বিতীয় জনবিরল রাজ্য মিজোরাম৷