শান্তিপুরঃ ফের বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন। দল ছাড়লেন দু’হাজারের বেশি বিজেপি কর্মী। তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে দলে যোগ দিলেন তাঁরা। উপনির্বাচনের আগে শান্তিপুরে তৃণমূল সংগঠনে শক্তি বৃদ্ধি বলেই মত একাংশের।
আরও পড়ুন ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, ভাঙচুর করা হল সুস্মিতা দেবের গাড়ি
আগামী ৩০ অক্টোবর শান্তিপুরে উপনির্বাচন রয়েছে। তার আগে বিজেপিতে আবারও বড় ভাঙ্গন। দোগাছি পঞ্চায়েতের চারজন বিজেপি সদস্য সহ মোট ২১০০ বিজেপি সমর্থক তৃণমূলে যোগ দিলেন। এদিন দলত্যাগিদের হাতে এদিন তৃণমূলের পতাকা তুলে দেন দলীয় নেতৃত্ব। দলত্যাগিদের একাংশের দাবি তারা এলাকার কোন কাজ ও উন্নয়ন করতে পারছিলেন না। ফলে ক্রমাগত দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে শামিল হতে এই দলত্যাগ।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
আরও পড়ুন বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত্যা যুবকের
প্রসঙ্গত, গতকালই শান্তিপুরে ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ১০০ জন কর্মীসহ হরিপুর পঞ্চায়েতের সদস্য অঙ্কিতা ভাওয়াল ও বিজেপির যুব মোর্চা সাধারণ সম্পাদক সমীর শিকদার। উপ নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় কার্যত তৃণমূলে শক্তি বাড়বে বলেই মত তৃণমূল কর্মীদের।