অভিনেতা সৌরভ দাস ও রূপসা চট্টোপাধ্যায় একটি বেসরকারী চ্যানেলের অনুষ্ঠান পরিচালনার পর এবার বড় পর্দায় জুটি বেঁধে ছবি করছেন। ছবির নাম ‘বিষাক্ত মানুষ ‘। খুব শীঘ্রই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হওয়ার কথা । ওয়েব সিরিজে কাজ করে নিজের পরিচিতি করার পর এবার বড় পর্দায় নানা ধরণের চরিত্রে অভিনয় করছেন সৌরভ। নতুন পরিচালকদের সঙ্গে কাজ করে নানা ধরণের এক্সপেরিমেন্ট করছেন। ‘বিষাক্ত মানুষ ‘ ছবির পরিচালনার দায়িত্বে আছেন সানি রায়।
ছবির গল্প মূলত এক জন লেখককে নিয়ে। অগ্নিভ বোস, এমন একজন লেখক যার শেষ তিনটে বই বাজারে চলেনি! অগ্নিভর জীবনে একটা অন্ধকারময় অধ্যায় আছে, যেটার সঙ্গে তার অবিরাম মানসিক টানাপোড়েন চলতে থাকে! অগ্নিভর বান্ধবী রুক্মিণী বুঝতে পারেনা অগ্নিভ কে কিভাবে সামলাবে! এইসময় অগ্নিভর সঙ্গে মুখোমুখি হয় নেক্রফিলিক সিরিয়াল কিলার তৌফিক আসিফ। অগ্নিভর ইচ্ছে তৌফিক কে কেন্দ্রীয় চরিত্র করে তার নতুন বইটা লেখার। তৌফিকের ফাঁসির শাস্তি হয়ে গেছে, একসপ্তাহ পরে তার ফাঁসি! অগ্নিভ কি পারবে তৌফিক কে নিয়ে তার নতুন বইটা লিখতে? তৌফিক আসিফ কি অগ্নিভর জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে রুক্মিণী কি শেষপর্যন্ত অগ্নিভর পাশে থাকবে, কি এমন লুকিয়ে আছে তৌফিকের অতীত জীবনে এই নিয়েই ছবির গল্প এগোবে।
আরও পড়ুন :লাইভ কনসার্টে প্রকাশ হল অঞ্জন দত্তের নতুন ওয়েব সিরিজের গান
সৌরভ দাস ছাড়াও ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন রূপসা চট্টোপাধ্যায়, শুভাশিস সুমনা দাস প্রমুখ।