ঢাকা: বাংলাদেশে সাম্প্রতিক হিংসার অন্যতম চক্রীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে তাঁকে গ্রেফতার করে কক্সবাজার জেলা পুলিশ। ধৃতকে কুমিল্লা জেলা পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।
কুমিল্লার পুলিশ সুপার ফারুখ আহমেদ জানান, ধৃত ব্যক্তিই হিংসার ঘটনার মূল চক্রী কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ইকবাল হোসেন (৩৫)। তিনি পেশায় রং মিস্ত্রি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁকে চিহ্নিত করেছে পুলিশ।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, হাসিনা সরকারকে হুঁশিয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের
অক্টোবরের ১৩ তারিখ গভীর রাতে ইকবালকে নানুয়া দিঘি এলাকায় ঘুরতে দেখা গিয়েছিল। ওই এলাকার একটি বাড়ির সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। সেখান থেকে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা।
সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়ে শেখ হাসিনা সরকার৷ তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামেন হাসিনা স্বয়ং। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে শেখ হাসিনা নির্দেশ দেন, হিংসার ঘটনায় দোষীদের কড়া শাস্তি দিতেই হবে৷
আরও পড়ুন: পুলওয়ামা মডেল কি কুমিল্লাকাণ্ডেও ? সীমান্ত লাগোয়া দিনহাটা,শান্তিপুরে বিজেপির প্রচারে শুধুই বাংলাদেশ