কলকাতা টিভি ওয়েব ডেস্ক: জামাইকে টাকার লোভ দেখিয়ে ধর্ম পরিবর্তন করানোর অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
সাগর জেলার পুলিশ সুপারেনটেনডেন্ট বিক্রম সিংহ খুশওয়া জানিয়েছেন, অভিষেক আহিরওয়ারের নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন, তাঁকে শ্বশুর বাড়ির লোকেরা হিন্দু থেকে খ্রিস্টান হওয়ার জন্য চাপ দিচ্ছেন।
অভিষেক জানিয়েছেন, স্বপ্না নামে এক মহিলার সঙ্গে জুলাই মাসে তাঁর বিয়ে হয়। তারপরে স্ত্রী তাঁর সঙ্গে ঝামেলা করে বাপের বাড়ি চলে গিয়েছিল। এরপর অভিষেক নিজের স্ত্রীকে ফিরিয়ে আনতে চাইলে স্বপ্না ফিরে আসে না। বার বার যোগাযোগ করা হলে স্বপ্না তাঁকে জানায় কাকা রমেশ মাসির সঙ্গে কথা বলতে।
ওই ব্যক্তির অভিযোগ, এরপর স্বপ্নার কাকার সঙ্গে কথা হলে তাঁকে স্বপ্নার কাকা ধর্ম পরিবর্তন করতে বলে। বলা হয় নিজের ধর্ম হিন্দু থেকে খ্রিস্টান হলে তাঁকে মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। অভিষেক ধর্ম পরিবর্তন করতে অস্বীকার করলে তাঁকে হুমকি দিতে শুরু করে।
আরও পড়ুন – ইসলামই একমাত্র সমাধান, মুহূর্তে ভাইরাল দোকানের বিল
অভিষেক জানান তাঁর স্ত্রী হিন্দু। তবে, স্ত্রীর কাকা ২০০১ সালে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান। এখন তাদেরও ধর্ম পরিবর্তন করতে চাপ দিচ্ছেন। অভিষেকের অভিযোগের উপর ভিত্তি করে ধর্মীয় স্বাধীনতা আইন ২০০১ সহ অন্যান্য ধারায় তিন শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।