চন্দ্রকোনা: নাবালক নৌকাচালক। রাতেও যাত্রী নিয়ে নৌকা পারাপার চলছিল। অতিরিক্ত ওজন থাকার কারণে মাঝ শিলাবতীতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা। ফলে, চারটি মোটরবাইক সহ মাঝ নদীতে পড়ে যান বেশ কয়েকজন যাত্রী।
বৃহস্পতিবার রাতে ৯ টা নাগাদ স্থানীয়দের তৎপরতায় দীর্ঘক্ষণের চেষ্টায় রাতে দুটি মোটরবাইক এবং যাত্রীদের উদ্ধার করা হয়। ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের কমরপুর এলাকায়।
চন্দ্রকোনা দুই ‘নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের কমরপুর শিলাবতী নদীর ঘাটে নৌকোয় করে যাতায়াত করেন গড়বেতা ও চন্দ্রকোনার বহু মানুষজন। তেমনই বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ সন্ধিপুর থেকে চন্দ্রকোনা আসছিল একটি নৌকায় করে ১২ জন যাত্রী সহ চারটি মোটর বাইক। যাত্রীরা জানান ওই সময় নৌকা চালাচ্ছিল কয়েকজন নাবালক ছেলে।
আরও পড়ুন – ‘ভ্যাকসিন দেওয়ার পর নাক-মুখ দিয়ে রক্ত! ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা তমলুকে
নদী থেকে বাইক উদ্ধার করা হচ্ছে
অভিযোগ, ওই নাবালকরা যাত্রীদের আপত্তি সত্ত্বেও অতিরিক্ত লোকজন ও মোটরবাইক তুলে নিয়েছিল নৌকাতে। নৌকার শুরু থেকেই টলমল করছিল। মাঝনদীতে অতিরিক্ত টলমল করায় চারটি মোটর বাইক সহ কয়েকজন যাত্রী নৌকা থেকে পড়ে যান। অল্পে রক্ষা পায় মহিলা ও শিশু।
আতঙ্কিত এক মহিলা যাত্রী বলেন, নৌকা হঠাৎ করে মাঝ নদীতে নৌকা অতিরিক্ত টলমল করতে থাকে । সেই সময় চারটি মোটর বাইক ও ৬ যাত্রী নদীর জলে পড়ে যায়। সকালে চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা সকলকে উদ্ধার করেন। তবে দুটি বাইক প্রথমে উদ্ধার হলেও বাকি আর বাইক গুলি তখনই উদ্ধার করা সম্ভব হয়নি।