নয়াদিল্লিঃ টিকাকরণের রেকর্ড গড়ল ভারত।একশো কোটি টিকা প্রদান করে বিশ্বের টিকাকরণের তালিকায় শীর্ষে উঠে এল ভারতের নাম। যা নিয়ে উৎসবও শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে। যা নিঃসন্দেহে দেশের সমস্ত করোনাজয়ী,চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের এক অসামান্য চেষ্টার ফল। তাই তাঁদের সংবর্ধনা জানাতে দেশের ১০০ টি সৌধে জ্বালানো হল আলো। সংবাদ সংস্থা এএনআইএর পোস্টে প্রকাশ পেয়েছে সেই ছবি। দেশের ১০০টি ঐতিহ্যবাহী সৌধকে জাতীয় পতাকার রঙের আলোয় সাজিয়ে তুলেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা পুরাতত্ত্ব বিভাগ। এর মধ্যে রয়েছে ১৭টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
পতাকার রঙে সেজেছে লালকেল্লা
আলোয় সাজানো হয়েছে লালকেল্লা, কুতুব মিনার, চার মিনার, নালন্দা, খাজুরাহো মন্দির, ফতেপুর সিক্রি, চিতোর দুর্গ, গোলকোন্ডা দুর্গসহ একাধিক ঐতিহ্যবাহী সৌধ। সেই তালিকায় স্থান পেয়েছে কলকাতার কারেন্সি বিল্ডিং এবং মেটকাফ হলও। এমনকি দেশের এই সাফল্যে দেশীয় পতাকার রঙে সেজে উঠেছে কোচবিহারের রাজবাড়িও।
হুমায়ূনের সমাধি স্থল সেজে উঠেছে পতাকার রঙে
করোনার প্রথম ঢেউ থেকে শুরু করে এখনও পর্যন্ত যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন স্বাস্থ্য কর্মী, চিকিৎসক, নার্স, এবং সর্বোপরি প্রথম সারির করোনা যোদ্ধারা।এই লড়াইয়ে তাঁদের মধ্যে মৃত্যুও হয়েছে অনেকের। তাই এই সাফল্যকে কুর্নিশ জানাতেই বৃহস্পতিবার এই আয়োজন করা হয় এএসআই-এর উদ্যোগে।
#WATCH | Delhi: Red Fort illuminated as part of Archaeological Survey of India's initiative to illuminate 100 monuments in Tricolour across the country as India achieves landmark milestone of administrating 100 crore COVID vaccination pic.twitter.com/KCJD0Y5tSR
— ANI (@ANI) October 21, 2021
দেশের এই সাফল্যে টুইট করেছেন টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ইতিহাস গড়ল ভারত। আমরা ভারতীয় বিজ্ঞান, উদ্যোগ ও ১৩০ কোটি জনগণের মিলিত প্রচেষ্টাতেই ভারত ১০০ কোটি করোনা টিকার মাইলফলক পার করল। আমাদের দেশের চিকিৎসক, নার্স ও সমস্ত সমস্ত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ, যারা এই লক্ষ্যপূরণে সাহায্য করেছেন।”
India scripts history.
We are witnessing the triumph of Indian science, enterprise and collective spirit of 130 crore Indians.
Congrats India on crossing 100 crore vaccinations. Gratitude to our doctors, nurses and all those who worked to achieve this feat. #VaccineCentury
— Narendra Modi (@narendramodi) October 21, 2021
আরও পড়ুন রাজ্যে হাজার কোটির বিনিয়োগ বিড়লা গোষ্ঠীর, দু’বছরের মধ্যে কর্ম সংস্থানের সুযোগ
দেশের এই সাফল্যে মোদীর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। টুইটে তিনি লিখেছেন “আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই এই সাফল্য সম্ভব হল।” পাশাপাশি দেশের এই সাফল্যে “দেশের সমস্ত স্বাস্থ্যকর্মী ও মানুষকে অভিনন্দন জানিয়ে নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল লিখেছেন , ‘যে কোনও দেশের জন্যই ১০০ কোটি টিকাকরণের লক্ষ্য়মাত্রা পূরণ করা সাফল্যের বিষয়, তবে ভারতে মাত্র টিকাকরণের শুরুর ৯ মাসের মধ্যেই এই লক্ষ্য়মাত্রা পূরণ করা হয়েছে।” চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হয় দেশে করোনার গণটিকাকরণ। ১২ ফেব্রুয়ারির মধ্যেই যা পৌঁছায় ১ কোটিতে। সকলকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য নিয়েই চলে টিকাকরণ। সেই মতই চলে কর্মসূচি। শেষমেশ সেই লক্ষ্য ছুঁল ভারত। টিকাকরণে এত অল্প সময়ে অনন্য নজির গড়ল ভারত।