মুম্বই: মাদক মামলায় অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে প্রায় আড়াই ঘণ্টা জেরা করলেন এনসিবির আধিকারিকরা। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ বাবা চাঙ্কি পাণ্ডেকে নিয়ে এনসিবি দফতরে যান অনন্যা। সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ বেরোন সেখান থেকে। এনসিবি সূত্রে খবর, জেরায় বেশ কিছু তথ্য মিলেছে। শুক্রবার বেলা ১১টায় ফের তলব করা হয়েছে অভিনেত্রীকে।
এ দিন সকালে এনসিবির আধিকারিকরা অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতে তল্লাশি চালান। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’-র অভিনেত্রীর বাড়িতে থেকে তাঁর ল্যাপটপ এবং মোবাইলও বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। তবে বাড়ি থেকে মাদক পাওয়া গিয়েছে কিনা তা জানা যায়নি৷ সূত্রের খবর, শাহরুখ খানের ছেলে আরিয়ানের হোয়াটস অ্যাপ চ্যাট ঘেঁটেই অনন্যার নাম খুঁজে পেয়েছেন এনসিবি-র আধিকারিকরা৷
আরও পড়ুন: মাদক কাণ্ডে শাহরুখের বাড়িতে এনসিবি, তল্লাশি চলে অনন্যা পাণ্ডের ফ্ল্যাটে
অনন্যার সঙ্গে মাদক সরবরাহ নিয়ে আরিয়ানের কথা হয়েছে বলে সূত্রের দাবি৷ শাহরুখের ছেলের ফোনে অনন্যার নম্বর ‘অ্যানি’ বলে সেভ করা ছিল বলে খবর। আরিয়ানের বোন সুহানার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অনন্যার। সেই সূত্রেই আরিয়ানের সঙ্গে যোগাযোগ তৈরি হয় অনন্যার, এমনটাই মনে করছেন তদন্তকারীরা।
মাদক মামলায় অক্টোবরের শুরু থেকে জেলে রয়েছেন আরিয়ান খান। বৃহস্পতিবার তার জেল হেফাজতের মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে আদালত। এ দিন সকালে ছেলেকে দেখতে আর্থার রোডে জেলে গিয়েছিলেন শাহরুখ খান৷ শাহরুখ খানকে ২০ মিনিট সময় দেওয়া হলেও তিনি ১৮ মিনিট কথা বলেন আরিয়ানের সঙ্গে। এই কথোপকথনের সময়ে উপস্থিত ছিলেন জেলের কর্মকর্তারাও।
আরও পড়ুন: রাজ্যে হাজার কোটির বিনিয়োগ বিড়লা গোষ্ঠীর, দু’বছরের মধ্যে কর্ম সংস্থানের সুযোগ