নয়াদিল্লি: করোনা টিকাকরণে আরও একটি নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে ভারত৷ আজ বৃহস্পতিবার ১০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলবে দেশ৷ টিকাকরণ অভিযান শুরুর ৯ মাসের মধ্যে এই সাফল্য বিরাট কৃতিত্বের বলে মনে করছে সরকার৷ তাই ধুমধাম করে এই সাফল্য উদযাপন করার প্রস্তুতি সেরে ফেলেছে স্বাস্থ্য মন্ত্রক৷ আজ লাল কেল্লায় গিয়ে কৈলাস খেরের গাওয়া গান এবং একটি অডিও-ভিস্যুয়াল ফিল্ম লঞ্চ করবেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য৷ অনুষ্ঠানের আগে উচ্ছসিত স্বাস্থ্যমন্ত্রী টুইট করে লেখেন, যাঁরা এখনও টিকা নেননি তাঁরা বৃহস্পতিবারের টিকাকরণ অভিযানে অংশ নিয়ে এক ঐতিহাসিক মুহূর্ত গড়ে তুলতে সাহায্য করুন৷ এর পাশাপাশি লাল কেল্লায় ওড়ানো হবে ১৪০০ কেজির জাতীয় পতাকা৷
আরও পড়ুন: ‘জাতীয়তাবাদীদের সঙ্গে হাত মেলাতে সবসময় প্রস্তুত’, অমরিন্দরের প্রস্তাবে সায় বিজেপির
চলতি বছর ১৬ জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ অভিযান৷ সেই থেকে ২০ অক্টোবর পর্যন্ত ৯৯.৭ কোটি মানুষ এখনও পর্যন্ত টিকা পেয়েছে৷ কোউইন পোর্টাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই ৯৯ কোটির মধ্যে ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকার প্রথম ডোজ পেয়েছেন৷ আর ৩১ শতাংশের টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে৷ ন্যাশনাল হেলথ অথরিটির সিইও আর এস শর্মা জানিয়েছেন, প্রতি সেকেন্ডে আমরা ৭০০ জনকে টিকা দিয়েছি৷ তাই ১০০ কোটি তম ডোজ যিনি পাবেন তাঁকে খুঁজে পাওয়া একটু মুশকিল৷
করোনা টিকাকরণ অভিযান৷ ছবি-সংগৃহীত৷
আরও পড়ুন: মমতার দেখানো পথেই হাটছে কংগ্রেস, ৪০ শতাংশ মহিলা প্রার্থী দেওয়ার ঘোষণাকে কটাক্ষ তৃণমূলের
একশো কোটি মাইলফলক ছুঁয়ে ফেলার পরই তা সব জায়গায় ঘোষণা করা হবে৷ সরকার সিদ্ধান্ত নিয়েছে, লাউডস্পিকারে করে ট্রেন, বিমান এবং জাহাজে এই ঘোষণা করা হবে৷ সরকার মনে করে, টিকাকরণ অভিযানকে সফল করে তুলতে স্বাস্থ্যকর্মীদের বিরাট অবদান রয়েছে৷ তাই ঠিক হয়েছে, যে সমস্ত গ্রামে ১০০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে সেই গ্রামগুলিতে পোস্টার-ব্যানার লাগিয়ে স্বাস্থ্যকর্মীদের দীর্ঘদিনের প্রচেষ্টাকে কৃতিত্ব দিতে৷ আজকে টিকাকরণ অভিযানকে সামনে রেখে মানুষের সঙ্গে জনসংযোগ তৈরির নির্দেশ দলের কর্মীদের দিয়েছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা৷ তিনি নিজে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি টিকাকরণ কেন্দ্রে হাজির থাকবেন৷ সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম থাকবেন লখনউ সেন্টারে৷