কোভিড এর চোখ রাঙানি থাকলেও বাঙালির বারোমাসে তেরো পার্বণ চলতেই থাকে। তবে দুর্গা পুজোর ঠিক পরেই আসে ধন দেবীর আরাধনা। কোজাগরী লক্ষ্মীর পুজো প্রতি ঘরে হয়ে থাকে। টলিউডের সেলেবরাও এই পুজো করেন নিজের হাতে।
অভিনেত্রীদের মধ্যে মিমি চক্রবর্তী তাঁর বাড়িতেই মা লক্ষ্মীর পুজোর করেছেন। সঙ্গে ছিলেন তাঁর মা। প্রসঙ্গত পুজোর সময় মিমির ধুনুচি নিয়ে নাচ নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছিল। লক্ষ্মীর আরাধনায় নিজের হাতে মাকে সাজিয়েছেন। মায়ের কাছে সকলের সুখ সমৃদ্ধি চেয়েছেন মিমি।
অন্যদিকে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় নিজের বাড়ির পুজোতে প্রতিবছরের এই বছরও নিজের হাতেই মা লক্ষ্মীর ভোগ রান্না করেছেন। পুজো করেছেন। কোভিডের কারণেই বাড়ির সদস্য ছাড়া কাউকেই আসতে বলতে পারেননি।
নিজের হাতে পুজোর জোগাড় ও ভোগ রান্না করে লক্ষ্মী দেবীর আরাধনা করতে ভালোবাসেন অর্পিতা। অবশ্যই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও পুজোর কাজে সাহায্য করেন। এই বছর তাঁর ছেলে মিশুক বহু বছর পর বাড়িতে থাকায় পুজোর আনন্দ দ্বিগুণ হয়েছে চট্টোপাধ্যায় পরিবারে।সব মিলিয়ে জমজমাট সেলেবদের পুজো।