নৈনিতাল: ছবির মত সুন্দর শহর। মাঝখানে সুবিশাল নৈনি লেক। সেই লেকের মধ্যেই রয়েছে মন্দির। নয়নাভিরাম এই দৃশ্য চাক্ষুষ করতে উত্তরাখণ্ডের অন্যতম শহর নৈনিতালে বছরভরই পর্যটকদের ভিড় লেগে থাকে। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে সেই লেকের জল উপচে পড়েছে। যা নিয়ে ব্যাপক আতঙ্কিত এলাকার বাসিন্দারা। বছরভর যে লেক স্থানীয়দের রুটি-রুজির যোগান দেয়, সেই লেকই আজ মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওয় দেখা গিয়েছে, লেক লাগোয়া দোকান, বাড়িঘর দিয়ে হু হু করে বয়ে যাচ্ছে লেকের জল। স্রোতের যা গতি তা সমুদ্রের ঢেউকে বলে বলে ১০ গোল দিয়ে দেবে। জলে থইথই করছে ম্যাল রোড। লেকের মধ্যে থাকা নয়না দেবী মন্দির চত্বরেও জল ঢুকে গিয়েছে। বহু মানুষ লেক লাগোয়া দোকান, বাড়ি, হোটেলগুলিতে আটকে পড়েছেন। আতঙ্কের প্রহর গুনছেন তাঁরা।
আরও পড়ুন: পাহাড়ি ধস ও বৃষ্টিতে কেদারনাথে আটকে বাঙালি পর্যটকরা
উদ্ধারকাজে ভারতীয় সেনা
বরাবরের মতোই এই পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় এগিয়ে এসেছে ভারতীয় সেনা। রীতিমতো মানববন্ধন তৈরি করে স্থানীয়দের উদ্ধার করছেন জওয়ানরা। তাঁদের কাঁধে ভর দিয়েই নিরাপদ স্থানে পৌঁছচ্ছেন বাসিন্দারা। গত ৪৮ ঘণ্টায় নৈনি লেক লাগোয়া এলাকা থেকে ৩৬ জনকে এ ভাবেই উদ্ধার করেছেন জওয়ানরা। ভারতীয় সেনার সেই উদ্ধারকাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
Salute these Bravehearts ❤️🇮🇳🙌#Nainital #Uttrakhand pic.twitter.com/ZdO5Fxvp3p
— Srinivas BV (@srinivasiyc) October 19, 2021
আরও পড়ুন: ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে বড় ধস, শিলিগুড়ি-সিকিম,কালিম্পং যোগাযোগ বন্ধ
মঙ্গলবার ভোরে মেঘভাঙা বৃষ্টির জেরে রামগড় এবং ওখলাদান্দা ব্লকে হড়পা বান আছড়ে পড়ে। নৈনিতাল শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে রামগড় ব্লকে ব্যাপক ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। দীর্ঘ দুদিন ধরেই এই এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিপর্যস্ত মোবাইল পরিষেবাও। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য অজয় ভাটের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।