কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কেরলের কোট্টায়াম জেলায় একটি বাড়ি ভেসে গিয়েছে ভারী বৃষ্টির ফলে। অতি বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে কেরলে। বৃষ্টি এবং ভূমিধসের কারণে ইতিমধ্যেই রাজ্য জুড়ে কমপক্ষে ২১ জন মারা গেছে।
এরমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একটি নদীর কিনারে দাঁড়িয়ে থাকা দোতলা বাড়িটিকে ধীরে ধীরে কাত হতে দেখা যায়। এরপর পথচারীদের সামনেই বাড়িটি ভেসে গেল নদীর জলের তোড়ে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটার সময় বাড়ি খালি ছিল। কিছু লোককে বাড়ির কাছে একটি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং কাঠামো ভেঙে পড়ার পরে নিরাপত্তার কারণে সেখান থেকে চলে যায়।
বাড়িটি ভেঙে পড়ছে ভূমিধসের কারণে
কেরলে অতি বৃষ্টির কারণে ইতিমধ্যেই নিখোঁজ বহু। কোট্টায়ম, ইদুক্কির মত জেলাগুলিতে ভয়াবহ বন্যা ও ব্যাপক ধসের ফলে বিরাট ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্ধ রাখা হয়েছে শবরীমালা মন্দির। বিপর্যস্ত এলাকায় জোরকদমে চলছে উদ্ধার কাজ।
রবিবার সকালে বৃষ্টি কমলেও বিভিন্ন এলাকা জলমগ্ন। শনিবার সারারাত প্রবল বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গা বিপর্যস্ত। পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ স্তরে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
বাড়িটি ভেঙে পড়েছে নদীর জলে
কোট্টায়ম ও ইদুক্কির মত বন্যা বিপর্যস্ত জেলাগুলি থেকে দ্রুত উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও বন্যার ত্রাণ শিবির গুলিতে করোনা বিধি-নিষেধ মেনে চলা মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহারের ওপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি।
আরও পড়ুন – ভারী বৃষ্টি-ধসে কেরলে মৃত্যু বেড়ে ২১, ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সেনা
উদ্ধারকাজ চলাচ্ছে এনডিআরএফ। তবে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে সেনা বায়ু সেনা ও নৌ সেনা সাহায্য চেয়েছে কেরল সরকার। কোট্টায়ম ও ইদুক্কি জেলায় এদের মধ্যে ১১ টি উদ্ধারকারী দল মোতায়েন করেছে এন ডি আর এফ।