তিরুঅনন্তপুরম: আরব সাগরে ঘনিয়ে ওঠা নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি এবং ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে কেরলে৷ অধিকাংশ মৃত্যুর খবর মিলেছে ইদ্দুকি জেলায়৷ সেখানে ১২ জনের মৃত্যু হয়েছে৷ বাকিদের মৃত্যু হয়েছে কোট্টায়ামে৷ টানা বৃষ্টির জেরে রাজ্যের বহু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ আটকে পড়েছেন সাধারণ মানুষ৷ তাঁদের উদ্ধারে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে৷ কেরলের বন্যা পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র৷ আজ রবিবার টুইট করে কেরল সরকারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
We are continuously monitoring the situation in parts of Kerala in the wake of heavy rainfall and flooding. The central govt will provide all possible support to help people in need. NDRF teams have already been sent to assist the rescue operations. Praying for everyone’s safety.
— Amit Shah (@AmitShah) October 17, 2021
আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, দমদমে নামতে পারল না ৪টি বিমান
ভারী বর্ষণে সবথেকে বেশি প্লাবিত হয়েছে কোট্টায়াম এবং ইদ্দুকি জেলা৷ মৌসম ভবনের পূর্বাভাসের পর শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয় দক্ষিণী রাজ্যে৷ তার পর শনিবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন৷ পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে জোরকদমে উদ্ধারকার্য চালিয়ে যাওয়ার নির্দেশ দেন৷ কোট্টায়ামের বহু এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় অনেক মানুষ আটকে পড়েন৷ তার উপর জায়গায় জায়গায় ধস নামতে শুরু করে৷ ধসের জেরে অনেকেই নিখোঁজ হয়ে যায়৷ তাঁদের খোঁজ পেতে সেনাকে ডাকা হয়৷
আকাশ থেকে তোলা কেরলের বন্যার ছবি৷ ছবি-সংগৃহীত
ওই ধসেই চাপা পড়ে রবিবার সকালে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার হয়৷ ধীরে ধীরে মৃত্যু সংখ্যা বাড়তে থাকে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, কেরলের বন্যায় ১৯ জনের মৃত্যু হয়েছে৷ তবে মৃত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি৷ ভারী বৃষ্টির জেরে বাঁধগুলিতে জলস্তর বাড়তে শুরু করেছে৷ ফলে জল ছাড়তে শুরু করেছে প্রশাসন৷ তাতে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করার আশঙ্কা করা হচ্ছে৷ ইতিমধ্যে মালাপ্পুরম, আলাপ্পুঝা, এরনাকুলাম, ত্রিশূর, ফালাক্কাড, কোট্টায়াম, কুন্নুর এবং কোল্লামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি করে টিম পাঠানো হয়েছে৷
আরও পড়ুন: বিসর্জন চলাকালীন বাঁজা কদমতলা ঘাটে জোড়া দেহ উদ্ধার
কেরলের পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র৷ রবিবার সকালে টুইট করে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ লেখেন, ‘প্রবল বর্ষণের ফলে কেরলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার দিকে আমাদের নজর রয়েছে৷ কেরলবাসীর পাশে কেন্দ্র রয়েছে৷ তাদের কাছে সবরকম সাহায্য পৌঁছে দেবে সরকার৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ইতিমধ্যে পাঠানো হয়েছে৷ সকলের সুরক্ষা কামনা করছি৷’ টুইট করেন সাংসদ রাহুল গান্ধী৷ লেখেন, ‘কেরলবাসীর কথাই চিন্তা করছি৷ সবাই নিরাপদে এবং সাবধানে থাকবেন৷’