কলকাতা: পূর্বাভাস ছিলই। সেই মতো দুপুর হতেই শহর কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামল। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া। দমদম বিমানবন্দর এলাকাকেও তুমুল বৃষ্টি শুরু হয়। সঙ্গে ঘন ঘন বাজ। এর জেরে বিমান পরিষেবা ব্যাহত হয়। বেশ কয়েকটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার জেরে সব মিলিয়ে চারটি বিমানকে ওই সময় ডাইভার্ট করা হয়েছে। আন্দামান থেকে কলকাতাগামী উড়ান প্রথমে নামতে পারেনি। মিনিট কুড়ি আকাশে চক্কর কাটার পর অবশেষে অবতরণ করতে সক্ষম হয় উড়ানটি।
আরও পড়ুন: ফের নিম্নচাপ, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
নামতে পারল না আন্দামানের বিমান
কলকাতায় সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। বেলা গড়াতেই আকাশের মুখ আরও ভার হয়ে যায়। দুপুর হতেই ঝেঁপে বৃষ্টি নামে। আগামী ২৪ ঘণ্টায় এরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে একটি নিম্নচাপটি মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। যা ধীরে ধীরে অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে।
আরও পড়ুন: কেরলে ভয়াবহ বন্যায় মৃত ৯, নিখোঁজ বহু
বেশ কিছুক্ষণ চক্কর কাটার পর অবশেষে নামে বিমানটি