বাঁকুড়া : পুজো মিটতেই ডায়রিয়ার প্রকোপ। বাঁকুড়ার ময়রাবাঁধ হাড়িপাড়া এলাকায় আক্রন্ত হয়েছেন প্রায় ৮ জন। ইতিমধ্যেই হাসপাতালে ৪-৫ জনকে ভর্তি করা হয়েছে বলেই দাবি এলাকাবাসীর।
পুজো মিটতেই ময়রাবাঁধ হাড়িপাড়ায় স্থানীয়দের মধ্যে বেশ কয়েক জনের পেট ব্যাথা ও বমির উপসর্গ দেখা দেয়। এরপরেই একই উপসর্গ নিয়ে সেই সংখ্যা বাড়তে শুরু করে। সবমিলিয়ে ওই এলাকায় পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই ৪-৫ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কাজল মালাকার নামে বছর ৫০-এর এক মহিলার মৃত্যু হয়েছে বলেও দাবি করেছেন এলাকার মানুষ। এরপরই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও এই মৃত্যু ডায়রিয়ার কারণে নয়, বলে স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে।
আরও পড়ুন : দুয়ারে রেশন পোঁছে দিতে নারাজ ডিলার
এলাকায় বাঁকুড়া পুরসভার তরফে স্বাস্থ্য টিম পৌছে গিয়েছে। আক্রান্তদের বাড়ি ঘুরে তাদের শারীরিক পরিক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। নতুন করে কেউ আক্রান্ত হলে পুরসভার স্বাস্থ্য কর্মীদের খবর দেওয়ার কথা জানানো হয়েছে। স্থানীয়দের ওআরএসও সরবরাহ করা হয় পুরসভার তরফে। পুরসভার প্রাথমিক অনুমান, জলের থেকে এই ডায়রিয়ার প্রকোপ। তবে খাদ্য বিষক্রিয়া থেকে এই রোগ ছড়িয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুরসভা। পুরসভার তরফে ব্যবহার করা পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি এলাকার মানুষকে বিভিন্ন ভাবে সচেতন করা হয়েছে।