খুব শীঘ্রই বাগদান সারবেন ,খোলামেলা আড্ডায় এমনটাই জানালেন অভিনেতা ভিকি কৌশল।সদ্যই ওটিটিতে মুক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত তার নতুন ছবি ‘সর্দার উধম’।ছবির প্রমোশনে খোলামেলা আড্ডায় ছবি নিয়ে নানা আলোচনার পাশাপাশি উঠে এল ভিকি-ক্যাটরিনার সম্পর্কের প্রসঙ্গও।কিছুদিন আগেই জল্পনা শোনা গিয়েছে, বিশেষ বান্ধবী ক্যাটরিনা কাইফের সঙ্গে নাকি বাগদান পর্ব সেরে ফেলেছেন ভিকি কৌশল।যদিও বিষয়টা যে গুজব ছাড়া আর কিছুই নয়, এমনটাও প্রমাণ হয়ে গিয়েছে।
আরও পড়ুন – চুপি চুপি আংটি বদল!
অবশ্য এটা প্রথমবার নয়,এর আগেও শোনা গিয়েছে ভিকি-ক্যাটরিনার গুজব।সর্দার উধম সিংয়ের সঙ্গে আড্ডায় উঠে এল ক্যাটরিনার সঙ্গে তার রোকার প্রসঙ্গও।শুনে ভিকি হাসতে হাসতে সংবাদমাধ্যমের প্রতিনিধিকে জানালেন, গুটিকয়েক সংবাদমাধ্যমের জন্যই এমন গল্প রটেছে।তবে বাগদানের প্রসঙ্গ একেবারে উড়িয়ে দিচ্ছেন না অভিনেতা।
আরও পড়ুন – উধম সিং-এর প্রতিশোধ
খোশমেজাজে ভিকি জানালেন,খুব শীঘ্রই বাগদান পর্ব সারবেন তিনি।তবে এখনই সেই সময় আসেনি।সঠিক সময় এলে সকলকেই জানাবেন,আপাতত ‘সর্দার উধম’-এর সাফল্য টুকুই মনেপ্রাণে উপভোগ করতে চান ভিকি কৌশল।
আরও পড়ুন – দশেরার সপ্তাহে ‘সর্দার উধম সিং’