শান্তিপুর: উপ নির্বাচনের প্রচারে নামলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শনিবার বিকেলে নদিয়ার শান্তিপুর কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত প্রার্থী সমীর মাহাতো সমর্থনে কর্মী সভায় যোগদান করলেন এই বর্ষীয়ান বাম নেতা।
এদিন বিকেলে শান্তিপুর পাবলিক লাইব্রেরী ময়দানে সিপিএম আয়োজিত এক কর্মীসভায় হাজির হন তিনি। আগামী উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী শান্তিপুরের ঘরের ছেলে সৌমেন মাহাতোকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য শান্তিপুর বাসীর কাছে আবেদন জানান বিমান বসু।
সিপিএম’র এরিয়া কমিটির সম্পাদক হিসেবে দীর্ঘদিন শান্তিপুরে সাংগঠনিক দায়িত্ব সামলেছেন সৌমেন মাহাতো। ভয়াবহ করোনা পরিস্থিতিতে বামফ্রন্ট প্রার্থীকে সবসময় পাশে পাওয়া গিয়েছে বলে দাবি এলাকাবাসীর।
যেকোনও দুর্বিষহ পরিস্থিতিই আসুক না কেন সাধারণ অসহায় মানুষের স্বার্থে সব সময় পাশে থেকেছেন সৌমেন বাবু। এদিন কর্মীসভায় এমনটাই দাবি করেন বিমান বসু। পাশাপাশি জনসংযোগের নিরিখে শান্তিপুর বাসির কাছে সৌমেন মাহাতোর গ্রহণযোগ্যতা অন্যান্য বিরোধী দলনেতার থেকে অনেকটাই বেশি বলেও এইদিন দাবি করেন বামফ্রন্ট চেয়ারম্যানের।
আরও পড়ুন: পুজো শেষ হতেই এবার ভোট প্রস্তুতি, একাদশীতেই গোসাবা পৌঁছোল কেন্দ্রীয় বাহিনী
তবে এই দিনের কর্মীসভা থেকে বিরোধী পক্ষের বিরুদ্ধে সেই অর্থে কোন কটাক্ষের সুর শোনা যায়নি বিমান বাবুর গলায়। বিমান বসুর ছাড়াও এই দিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ববৃন্দ। সভায় উপস্থিত ছিলেন শান্তিপুরের সিপিএম কর্মী-সমর্থকেরাও।
আরও পড়ুন: কার্শিয়াং থেকে গয়াবাড়ি, যাত্রা শুরু নয়া টয় ট্রেনের
অন্যদিকে শান্তিপুর আসনে শাসক দল তৃণমূলের প্রার্থী হয়েছেন ব্রজকিশোর গোস্বামী। তিনি এলাকার মতুয়া সম্প্রদায় ভুক্ত হওয়ায় উপনির্বাচনে প্রার্থী হিসেবে তাঁকেই বেছে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আগামী ৩০ অক্টোবর উপনির্বাচনে শান্তিপুরবাসি কাকে বেছে নেন সেটা দেখার।