সোমবার দীর্ঘদিনের ওভারলোডিং সমস্যা মেটানোর লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। ওভারলোডিং বন্ধ করার লক্ষ্যে তৈরি করা হচ্ছে ভিজিল্যান্স টিম। রাজ্য সড়কগুলিতে বিভিন্ন জায়গায় ট্রাকে ওভারলোডিং হচ্ছে কিনা তা পরখ করবেন এই ভিজিলান্স অফিসাররা। ওভারলোডিং থাকলে সেক্ষেত্রে কিভাবে ওভারলোডিং হল, সেটি এতটা পথ এল কীকরে, কারাই বা এর সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখবেন তাঁরা।
আরও পড়ুন: ওভারলোডিং রুখতে কড়া বার্তা পরিবহন মন্ত্রীর
অন্যদিকে থানার অফিসার ও পরিবহন বিভাগের আধিকারিকদের ভূমিকাও দেখা হবে। ওভারলোডিংয়ের সঙ্গে যুক্ত যেকোনো সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে বলে এদিন স্পষ্ট জানালেন ফিরহাদ। অন্যদিকে বালি খাদান গুলিতেও অসাধু চক্র কাজ করছে। এই অসাধু চক্রের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাদের সঙ্গে যে সব সরকারি আধিকারিক বা কর্মীরা যুক্ত রয়েছেন, শাস্তি হবে তাঁদেরও। এছাড়াও যারা বালি খাদানের ওভারলোডিং করে তাদেরও শাস্তির মুখে পড়তে হবে। ওভারলোডিং এর বিষয়টি দেখার জন্য রাজ্য সড়ক গুলির ধারে সরকারি ওয়ে ব্রিজ তৈরি করা হবে। কোন গাড়িতে ওভারলোডিংয়ের বিষয়টি নজরে এলেই নিকটবর্তী ওয়ে ব্রিজে তার ওজন করানো হবে।
প্রত্যেকটি ওয়ে ব্রিজে থাকা সিসিটিভি জিও ট্র্যাকিংয়ের মাধ্যমে ওজন সংক্রান্ত সমস্ত তথ্য সংশ্লিষ্ট জেলার ডিএমের অফিসে পৌঁছে যাবে। ফলে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে সংশ্লিষ্ট জেলার ডিএমের। ওভারলোডিং বন্ধ না হলে, রাজ্য সড়ক ও তার ওপরে থাকা ব্রিজগুলিকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব হবে না, বলেও এ দিন জানান ফিরহাদ হাকিম।