শ্রীনগর: নিখোঁজ ২ জওয়ানের খোঁজে পুঞ্চে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে৷ গত কয়েকদিন ধরে পুঞ্চ-রাজৌরির ঘন জঙ্গলে জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর তীব্র গুলির লড়াই চলছে৷ তাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জওয়ান৷ কিন্তু বৃহস্পতিবারের গুলির লড়াইয়ের পর থেকে দুই জওয়ানের কোনও খোঁজ মিলছে না৷
আরও পড়ুন: সাতসকালে রাস্তার ধারে উদ্ধার বিপুল পরিমান ভোটার ও রেশন কার্ড, তদন্তে পুলিশ
বিবৃতি দিয়ে সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজদের মধ্যে একজন জেসিও (জুনিয়র কমিশনড অফিসার) রয়েছেন৷ গত ১৪ অক্টোবর ফের পুঞ্চের নার খাস জঙ্গলে অভিযানে নেমেছিল জওয়ানরা৷ সেই সঙ্গে জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করলে পাল্টা জবাব দেয় বাহিনী৷ জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছেন একজন জেসিও এবং এক জওয়ান৷ আহতদের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না৷
পরের দিন অর্থাৎ ১৫ অক্টোবর সকালে আবার নিখোঁজ জওয়ানদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়৷ কিন্তু ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরেও দুই জওয়ানের কোনও খোঁজ মেলেনি৷ নার খাস জঙ্গলে এখনও অভিযান চলছে৷ স্থানীয়রা জানিয়েছেন, জঙ্গল থেকে মাঝে মধ্যেই গোলা-বারুদের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে৷ সেনা সূত্রে খবর, ওই জঙ্গলে এখনও বেশ কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে আছে৷
আরও পড়ুন: বালিগঞ্জের সেনা ক্যাম্প থেকে উদ্ধার জওয়ানের ঝুলন্ত দেহ
গত সোমবার থেকে ভারতীয় সেনাবাহিনী জঙ্গি নিধন অভিযানে নেমেছে৷ সেই অভিযানের শুরুতে ধাক্কা খায় ভারতীয় সেনা৷ শহীদ হন পাঁচ জওয়ান৷ নিহতদের মধ্যে একজন জেসিও ছিলেন৷ বৃহস্পতিবার সন্ধ্যায় আরও ২ জন মারা যান৷ আহত হন দুই জওয়ান৷ তাঁরাই নিখোঁজ ছিলেন৷ এদিকে এনকাউন্টারের ৬ দিন হতে চলল৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও জঙ্গিকে খতম করতে পারেননি ভারতীয় জওয়ানরা৷ আর ভারতের সাত জওয়ান শহীদ হয়েছেন৷ নিরাপত্তার খাতিরে পুঞ্চ-জম্মু হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে৷