নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শারীরিক অবস্থা স্থিতিশীল। এইমস সূত্রে খবর, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। বুধবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মনমোহন। এর পর তাঁকে দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’ (এইমস)-এ ভর্তি করানো হয়।
হাসপাতালের হৃদরোগ বিভাগে (কার্ডিওলজি ওয়ার্ড) রয়েছেন মনমোহন। বৃহস্পতিবার সন্ধ্যেয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মনমোহনকে দেখতে এইমসে যান। মনমোহনের স্ত্রীর এবং চিকিৎসদের সঙ্গে কথা বলেন তিনি। কয়েক মাস আগেও ৮৮ বছর বয়সী প্রবীণ কংগ্রেস নেতাকে এইমসে ভর্তি করা হয়েছিল৷ সে বার তাঁর করোনা ধরা পড়েছিল৷
আরও পড়ুন: জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এইমসে ভর্তি মনমোহন সিং
এআইসিসির যোগাযোগ সংক্রান্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক প্রণব ঝা টুইটারে লিখেছেন, ‘মনমোহন সিংহ বৃহস্পতিবারের চেয়ে ভালো আছেন। আসুন সকলে মিলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।’ প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে কোনও গুজবে কান না দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।
This is to inform that Dr Manmohan Singh ji is doing fine.
He is better than yesterday.
Let’s all wish him a speedy recovery.
Any unfounded speculation is unnecessary and in bad taste.
Also request all to respect the Former PM's privacy.
Thank you!#HappyDussehra2021— pranav jha (@pranavINC) October 15, 2021
কংগ্রেস সূত্রে খবর, বুধবার বিকেল ৬টা ১৫ মিনিট নাগাদ এইমসে নিয়ে যাওয়া হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীকে৷ তাঁর হালকা জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল৷ এইমসের কার্ডিও-নিউরো টাওয়ারে চিকিৎসক নীতিশ নায়েকের তত্ত্বাবধানে রয়েছেন৷ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে মনমোহন সিংয়ের৷
আরও পড়ুন: সিঙ্ঘু সীমান্তে নৃশংসতা, আন্দোলনকারী কৃষকদের মঞ্চের কাছে যুবকের হাত, পা কাটা দেহ উদ্ধার
২০০৯ সালে দিল্লি এইমসে করোনারি বাইপাস সার্জারি হয়েছিল তাঁর৷ গতবছর মে মাসে বুকে ব্যথা নিয়ে আবারও ওই হাসপাতালে ভর্তি হন৷ সে বারও তিনি ছিলেন চিকিৎসক নীতিশ নায়েকের তত্ত্বাবধানে৷ চলতি বছর এপ্রিলে করোনার দ্বিতীয় তরঙ্গের সময় তিনিও সংক্রমিত হন৷ চিকিৎসার জন্য ভর্তি হন এইমসে৷ দু’সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পান৷