পুজোর কটা দিনে সকালের সাজে হেভি মেকআপ না করাই ভাল। একে এই ভ্যাপসা গরম তার ওপর আবার হেভি মেকআপ, যাকে বলে ‘একেবারে স্ট্রিক্ট নো নো’। বদলে বরং বেছে নিতে পারেন ডিওই মেকআপ লুক। কোরিয়ান বিউটি ওয়ার্ল্ডের এই মেকআপ লুক বলি তারকারদের মধ্যেও এখন বেশ হিট। বিয়ে বাড়িতে থেকে, গেট টুগেদার পার্টি তারকাদের এখন এক নম্বর পছন্দ এই ডিউই স্টাইল। আবার ভার্চুয়াল ওয়ার্ল্ডেও যথেষ্ট ট্রেন্ডিং।
নাম শুনে বুঝতেই পারছেন, ঠিক যেমন পদ্ম পাতার ওপর শিশিরের বিন্দু পড়ে যে রকম দেখতে লাগে, এই মেকআপের পর আপনার মুখও হয়ে ওঠে একই রকম লাবন্য ও জেল্লায় ভরা। সঙ্গে থাকে একটা হালকা ভেজা ভাব, দেখতে লাগে ভীষণ ফ্রেশ। তা কীভাবে পাবেন এই লুক দেখে নিন-
ময়শ্চারাইজ
এই মেকআপে লুকের প্রথম শর্ত হল পরিষ্কার ত্বক। তাই মেকআপ করার আগে ক্লেন্জার দিয়ে মুখ পরিষ্কার করে নিন এবং ভাল করে ময়শ্চারাইজ করে নিন। আলচতো হাতে মাসাজ করে নিন যাতে একট আর্দ্রতায় ভরা জেল্লা মুখে ফুটে ওঠে। মুখে ও গলায় ভাল করে লাগিয়ে নিন। পাঁচ মিনিট অপেক্ষা করে মেকআপের পরের ধারে এগোন।
প্রাইমার
মেকআপের এই ধাপটা অনেকেই এড়িয়ে জানেন। কিন্তু তাঁরা এটা জানেন না যে ত্বক ও মেকআপ সামগ্রীর মধ্যে একটি ‘বেরিয়ারের’ কাজ করে এই প্রাইমার। ত্বকের আর্দ্রতা বজায় রেখে মেকআপে থাকা কড়া রাসায়নিকের হাত থেকে ত্বককে রক্ষা করে। রোমকূপের বড় বড় ছিদ্রগুলোকে ভরে আর্দ্রতা ধরে রাখে এবং এর ফলে ত্বকের জৌলুস বাড়ে আবার মেকআপও দীর্ঘস্থায়ী হয়। এর জন্য ম্যাট ফিনিশিংয়ের একটা ম্যাট প্রাইমার বেছে নিন।
ফাউনডেশন
ইলুমিনেটিং ফাউনডেশন ব্যবহার করুন। এবং ওয়েট স্পঞ্জ দিয়ে মুখে ড্যাব করুন যতক্ষণ না ফাউনডেশন পুরোপুরি ত্বকের সঙ্গে মিশে যাচ্ছে। এরপর ক্রিমি কলসিলার দিয়ে চোখের নীচের ত্বকের দাগ ছোপ ঢেকে নিন। এরপর ট্র্যানসক্লুসেন্ট পাউডার দিয়ে মেকআপ সেট করে নিন।
হাইলাইট
ডিউই মেকআপ লুকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হল হাইলাইটের ব্যবহার। প্রথমে চিকবোন কনটর করে নিন এতে আপনার মুখ অপেক্ষাকৃত স্লিম দেখাবে। এবার ব্রোঞ্জারের একটা ওয়ার্ম শেড দিয়ে জলাইন এঁকে নিন। তবে ব্লাশ লাগাতে ভুলবেন না। এবার গালের ওপরের দিকে পিচ বা হালকা গোলাপি শেডের ব্লাশ ব্যবহার করুন। এরপর একটা শিমার হাইলাইটার দিয়ে চিকবোন লাগান এবং ভাল করে ব্লেন্ড করে নিন।
চোখ ও ঠোঁটে সাজিয় তুলুন এইভাবে
নিউড বা ব্রাউন আইশ্যাডো ব্যবহার করুন। ভাল করে চোখের ওপরের অংশের সঙ্গে মিশিয়ে নিন। এরপর হালকা করে গোল্ড শেড লাগিয়ে দিন। চোখ ছোটো হলে নিউড আইলাইনার ব্যবহার করতে পারেন। সব শেষে মাস্কার লাগিয়ে নিন এবং ভুরু ভরাট করে নিন।
আপনার ডিওই লুক রেডি, হয়ে উঠুন একেবারে স্বপ্ন সুন্দরী! আর মেকআপের আগে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।