দেখেছেন কি ছোট্ট মিগেলের গানের ভিডিও? এমনিতে ব্রাজিল নিবাসী মিগেলের ভিডিও চট করে আমাদের চোখে পড়ার কথাও নয়। তবে হাসপাতালে ভর্তি অবস্থায় যে খোসমেজাজে গলা ছেড়ে গান করেছে ছোট্ট মিগেল, তাতে নেট নাগরিকরা এখন একরত্তির এই শিশুর প্রশংসায় পঞ্চমুখ। আর তাই তার গানের ভিডিওটি এখন ভাইরাল।
কারণ, সে আপনি কিংবা আমি যত সাহসী হই না কেন, সত্যি বলতে কি হাসপাতালের ভিতরে গেলেই বুকের ভিতরটা কেমন একটা করতে শুরু করে। কিন্তু খুদে মিগেল সে সবের ধারই ধারে না৷ স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গ্যাস্ট্রোএনট্রাইটিসের সমস্যা নিয়ে গত দুদিন হাসপাতেল ভর্তি সে। কিন্তু. যেই না টিভিতে তাঁর পছন্দের গান চলতে শুরু করে তখন এই একরত্তি কে আর দেখে কে? একেবারে খোশমেজাজে ওই গানের সঙ্গে মনের আনন্দে হাতে ব্যান্ডেজ নিয়ে গান করতে দেখা গেল মিগেলকে।
Bom dia com esse anjinho passando na timeline. https://t.co/Hgi4c6XgfV
— Péricles Faria (@periclesfaria) October 7, 2021
অসুস্থ অবস্থাতেও তার উৎসাহ ভরা গানের এই ভিডিওটি, মিগেলের বাড়ির লোক বা হাসপাতালের কর্মী কেউ তুলেছেন কি না, জানা যায়নি। তবে যেই করুন কাজটা খুব ভাল করেছেন মানতেই হবে। কঠিন পরিস্থিতিতে কীভাবে মন ভাল রাখতে হয়, নিজের অজান্তেই এই গানের ভিডিয়োর মাধ্যমে তার পাঠ সকলকে দিল ব্রাজিলের এই ছোট্ট ছেলেটি।
হাসপাতালে মাইক্রোফোন আর পাবে কোথায়. তাই তাকে দেওয়া চামচেটাকেই মাইক্রোফোন বানিয়ে নিয়ে সুখের গান গেয়ে ওঠে মিগেল।
OMG I just want to run in there and sing with him and hug him https://t.co/Vxt8Y7MVfV
— XannaZiskey (@xanna) October 10, 2021
মিগেলের এই ভিডিওটি তাঁর টুইটারে শেয়ার করেন গায়ক এবং গীতিকার পেরিক্লেস। মিগেলের প্রশংসা করেন তিনি। আর এই ভিডিওটি দেখা মাত্রই মিগেলের প্রশংসার টুইটে ভরে ওঠে গায়কের টুইটারের টাইমলাইন।
Music heals literally everything.??? https://t.co/gJjxszm6R8
— ?Kathy?Is?Finally?Exhaling? (@Exhaling9) October 9, 2021
কঠিন পরিস্থিতির মধ্যেও প্রাণোচ্ছল মিগেলকে নিয়ে এখন মেতেছেন নেটাগরিকরা। ভিডিওটি শেয়ার করার পর প্রায় ৮৮হাজারেরো বেশি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। এদের মধ্যেই অনেকই আবার নিজেদের টাইমলাইনে ভিডিওটি শেয়ার এবং রিটুইট করেছেন। ইতিমধ্যেই ৫৭৪ বার ভিডিওটি রিটুইট করা হয়েছে।