মুম্বই: হৃত্বিক, সলমন, সুনীলের পর এবার শাহরুখ খান ও তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন গায়ক-মিউজিক কম্পোজার বিশাল দাদলানি৷ তাঁর অভিযোগ, মুন্দ্রা পোর্টে মাদক উদ্ধার ও লখিমপুর কাণ্ড থেকে সাধারণের নজর হাটাতে আরিয়ানকে ব্যবহার করা হচ্ছে৷ প্রমোদতরীতে অবৈধ মাদক নেওয়ার আপরাধে কয়েক দিন আগে আরিয়ানকে গ্রেফতাক করে এনসিবি(নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো)৷ তারপর থেকে বলিউডের একাধিক তারকা শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছে৷ অন্য দিকে, মহারাষ্ট্রের এনসিপি নেতার অভিযোগ, বলিউডকে বদনাম করতেই কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত করছে৷
If Composers count, I am.
SRK and his family are being used as a smokescreen, a soft target to distract from the 3000kg Talibani-drug haul at the Adani port, and to distract from the murder of farmers by the son of a BJP member/MLA.
Straight-up. https://t.co/dtk4YJ7ZHW
— VISHAL DADLANI (@VishalDadlani) October 9, 2021
যাইহোক, রবিবার গায়ক বিশাল দাদলানি টুইট করে বলে শাহরুখের পাশে থাকার বার্তা দিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘কতজন আছেন যারা শাহরুখ খানের পাশে আছেন৷ আমি মিউজিক কম্পোজার৷ আমি আছি৷ শাহরুখ খান ও তাঁর পরিবারকে সফট টার্গেট হিসাবে ব্যবহার করা হচ্ছে৷ আদানির বন্দর থেকে ৩০০০ কেজি মাদক উদ্ধার ও বিজেপি নেতার খুনী ছেলে বাঁচাতে শাহরুখকে ব্যবহার করা হচ্ছে৷
আরও পড়ুন-মন্ত্রী ও তাঁর ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে সরকার, বারাণসীর ব়্যালি থেকে তোপ প্রিয়াঙ্কার
এর আগে হৃত্বিক রোশন, রাভীনা ট্যান্ডন সহ একাধিক বলিউডের একাধিক সেলিব্রিটি পাশে দাঁড়িয়েছে৷ তালিকায় হান্সেল মেহতা, পুজা ভাট, সুচিত্রা কৃষ্ণা মূর্তি, মিকা সিং-রা পাশে দাঁড়িয়েছেন৷ আরিয়ান খান গ্রেফতারে দিনেই সালমান খান শাহরুখের বাড়িতে গিয়েছিলেন৷