শ্রীনগর: রবিবার ৭০০ বেশি ‘সন্ত্রাসী সমর্থক’কে আটক করা হয়েছে জম্মু ও কাশ্মীরে৷ রবিবার ভারতীয় জওয়ানেরা তাদের আটক করেছে৷ গত ছয়দিন ধরে জম্মু-কাশ্মীরে ৭ জন কাশ্মীরী পণ্ডিত, সাধারণ মানুষ ও মুসলিম নাগরিকদের হত্যা কাণ্ডের ঘটনায় তাদের আটক করা হয়েছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র অফিসার সংবাদ সংস্থা এএফপিকে বলেন, নিষিদ্ধ ধর্মীয় ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকা সন্দেহে তাদের আটক করা হয়েছে৷ তাঁরা ছাড়াও প্রায় ৫০০ বাসিন্দা রয়েছেন। যারা নিষিদ্ধ ধর্মীয় ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন বলে মনে করা হচ্ছে৷ তাই, হত্যাকারীদের খুঁজে বের করতেই সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে৷
আরও পড়ুন-মন্ত্রী ও তাঁর ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে সরকার, বারাণসীর ব়্যালি থেকে তোপ প্রিয়াঙ্কার
ধৃতদের মধ্যে বেশ কয়েকজন শ্রীনগর, বুদগাম সহ দক্ষিণ কাশ্মীরের একাধিক জায়গার বাসিন্দা৷ তারা স্থানীয় অশান্তি সৃষ্টিকারী ছাড়াও নিষিদ্ধ জামাতে ইসলামী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন৷ এক সিনিয়র অফিসার জাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, কাশ্মীর উপতক্যায় হামলা বন্ধ করতেই আটক করা হয়েছে৷ বিশেষ করে তালিবান ক্ষমতা দখলের পর উপতক্যায় উগ্রপন্থা বৃদ্ধির কারণে হামলা হতে পারে৷ উগ্রপন্থীরা “সহজ” টার্গেটের পিছনের ছুটছে৷
আরও পড়ুন-মন্ত্রীর গাড়ির চালককে পিটিয়ে খুন, ছেলের মৃত্যুর খবর জানেন না বাবা
কাশ্মীর পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় শ্রীনগরের বাঘাট এলাকায় আচমকা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনী। এর পর দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। বাহিনীর গুলিতে এক জঙ্গি নিহত হয়েছে। তবে আর একজনের নাগাল পাননি জওয়ানরা। গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নিহত জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া আইকার্ড অনুযায়ী, তার নাম আকিব বশির কুমার। সে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল।
বৃহস্পতিবারও গুলি চলেছিল কাশ্মীরে। শ্রীনগর জেলার সঙ্গম ইদগাহ এলাকায় ১১টা ১৫ নাগাদ জঙ্গিরা ওই দুই শিক্ষককে লক্ষ করে গুলি চালায়। দু’জনেরই মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, শিখ অধ্যক্ষ সতিন্দর কোর এবং কাশ্মীরি পণ্ডিত শিক্ষক দীপক চাঁদ জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন। সতিন্দর শ্রীনগরের আলোচী বাগ এলাকার বাসিন্দা ছিলেন। নিহত কাশ্মীরি পণ্ডিতের শ্রীনগরের বাটামালোতে। কী কারণে তাঁদের হত্যা করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: কাশ্মীরে পর পর জঙ্গি হামলায় মৃত্যু নিরীহ নাগরিকের
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শ্রীনগরের ইকবাল পার্কের কাছে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে খুন করা হয় এক ব্যক্তিকে। হাওয়াল এলাকায় এক দোকানদারকেও গুলি করে হত্যা করে জঙ্গিরা। বীরেন্দর নামে ওই ব্যক্তি ভেলপুরি বিক্রি করতেন। ওইদিন বন্দিপোরায় এক ব্যক্তিকেও হত্যা করেছিল জঙ্গিরা।