আইএসএসএফ(ISSF)জুনিয়র বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ১৩ টি সোনার পদক সমেত মোট ৩০ টি পদক পেয়ে পয়লা নম্বর স্থান দখল করলো।ভারতের হয়ে শেষ সোনার পদকটি আনলো পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল টিম। সেই টিমের অনীশ ভানওয়ালা, আদর্শ সিং আর বিজয়বীর সিধু ১০ পয়েন্টের লক্ষ্য ছুঁয়ে জার্মান টিম ত্রয়ী ফাবিয়ান ওট্টো, ফেলিক্স লুকা হলফোর্থ এবং তোবিয়াস সোয়েলকে হারিয়ে দেয়।
আরও পড়ুন: ভবানীপুরকে ৭ গোলে হারিয়ে সেমি ফাইনালে মহমেডান
ভারতের মানভি সোনি (১০৫)জুনিয়র ডবল ট্র্যাপ ইভেন্টে পেলেন সোনা। ইসায়া হাফিজ কন্ট্রাক্টর (৯০)এবং হিতাশা(৭৬)যথাক্রমে রূপো আর ব্রোঞ্জ পদক পেলেন। পুরুষদের ডবল ট্র্যাপ ইভেন্টে বিনয় প্রতাপ সিং (১২০) সোনা জিতলেন। রূপো পান সেহাজপ্রীত সিং (১১৪)। ব্রোঞ্জ পদক পেলেন ময়াঙ্ক শোকিন (১১১)।
The Indian pair of Rhythm Sangwan and Vijayveer Sidhu clinched the 25m Rapid Fire Pistol Mixed Team Gold medal. Sangwan and Sidhu defeated Thailand 9-1 to fetch India’s 10th gold of the ongoing event.#IndianSportsRoom #shooting #ISSF #goldmedal #RhytmSangwan #VijayveerSidhu pic.twitter.com/w3goXnN1rB
— Indian Sports Room (@indiasportsroom) October 9, 2021
এবারের চ্যাম্পিয়নশিপে ভারত সেরার শিরোপা পেল মোট ৩০ টি পদক পাওয়ায়। তারমধ্যে আছে, ১৩টি সোনা, ১১টি রূপো এবং ৬টি ব্রোঞ্জ। দ্বিতীয় স্থান পেল মার্কিন যুক্তরাষ্ট্র (সোনা-৬, রূপো-৮, ব্রোঞ্জ-৬)।
ছবি:সৌ-টুইটার