লখনউ: সমস্ত জল্পনা কাটিয়ে অবশেষে ক্রাইম ব্রাঞ্চে হাজির হলেন লখিমপুর কাণ্ডে অভিযুক্ত আশিস মিশ্র। শনিবার বেলা বারোটা নাগাদ উত্তরপ্রদেশ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দফতরে পা রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র।
ক্রাইম ব্রাঞ্চ চত্বরে হাজির হতেই তাকে ঘিরে হুলুস্থুল পড়ে যায়। সাংবাদিকদের ডাকাডাকি এড়িয়ে সাদা রুমালে মুখ ঢেকে সোজা দফতরের ভেতরে ঢুকে যান আশিস।
আরও পড়ুন: লখিমপুর কাণ্ডে প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার নয়, সাফ জানালেন যোগী
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তদন্তের নির্দেশ পাওয়ার পরেই অভিযুক্ত আশিস মিশ্রকে তলব করে উত্তরপ্রদেশ পুলিশ। গতকাল শুক্রবার থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। জানিয়ে বেজায় অস্বস্তিতে পড়তে হয় যোগী রাজ্যের পুলিশ ও প্রশাসনকে। যদিও শারীরিক অসুস্থতার কারণেই গতকাল আশিস পুলিশি জেরার মুখোমুখি হতে পারেননি বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র।
আরও পড়ুন: গোরক্ষপুর ব্যবসায়ী হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ কর্মীদের গ্রেফতারে এসটিএফ গঠন যোগী পুলিশের
এদিকে, পর্যাপ্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমন অবস্থায় অভিযুক্ত আশিস মিশ্রকে পুলিশ কতটা গ্রেফতার করতে পারবে সেটাই দেখার।