এ যেন কোনও দক্ষিণী ছবির রিয়েল লাইফ ভার্সান। লার্জার দ্যান লাইফ অ্যাকশন সিকুয়েন্সের জন্য হালফিলের দক্ষিণী ছবিগুলি বেশ জনপ্রিয়। তবে এবার কোনও মুভি সিকোয়েন্স নয়। একটি ভিডিও-তে দেখা যাচ্ছে এক দিকে ঝুঁকে তিন চাকার বদলে দুচাকায় ভর দিয়ে অটো রিকশা চালাচ্ছেন এক অটো চালক। আর এখন এই ভিডিওটি ভাইরাল হয়েছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে।
শুধুমাত্র দু’চাকায় অটো চালিয়ে সোজা গিনেশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তোলেন চেন্নাইয়ের এই অটো চালক। নাম জগথিশ এম। তাঁর এই অসামান্য কীর্তির ভিডিও স্বয়ং টুইটারে শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কর্তৃপক্ষ (Guinness world Record)।
এই ভাবে এক সাইডে ঝুকে অটো চালিয়ে দীর্ঘতম পথ অতিক্রম করার রেকর্ড গড়েছেন চেন্নাইয়ের এই অটোচালক। তাঁর এই কীর্তিকে ‘এপিক’ বলেও উল্লেখ করেছে জিডব্লুআর(GWR) কর্তৃপক্ষ। সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে এই রেকর্ড গড়তে জগথিশ এম এক দিকে ঝুঁকে, তিন চাকার বদলে শুধুমাত্র দু’চাকায় ভর দিয়ে ২.২ কিমি এই পথ অতিক্রম করেছেন।
View this post on Instagram
তবে এই ভিডিও দেখে যাঁরা দ্বন্দ্বে পড়েছেন তাঁদের জানাই এই ভিডিওটি কিন্তু বর্তমান সময়ের নয়। এটা ২০১৫সালের, মানে ৬ বছরের পুরনো।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইট অনুযায়ী, এই অটো চালক রিয়ালিটি টিভি শো, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড- অব ইন্ডিয়া তোড়েগা’ তে অংশগ্রহণ করেন। সেই সময় ‘ফার্দেস্ট ডিসট্যান্স অন সাইড হুইল (Furthest distance on wheels)’, এই স্টান্ট করে রেকর্ড গড়েন তিনি। এই স্টান্ট তিনি মুম্বইয়ের জুহু এরোড্রমে পারফ্রম করেন।
ভিডিও-তে, ঘন্টায় ৮০ কিমি-র গতিতে বেশ পটু হাতে অটো চালাতে দেখা যায় এই চালককে। এবং স্টিয়ারিং ঘুরিয়ে যেভাবে তিনি তিন চাকার বদলে দু’চাকায় ভর করে অনায়াসে অটো চালান তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেছে নেটিজেনদের। আর তাই এখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে চূড়ান্ত ভাইরাল এই ভিডিও। নেটিজেনদের অনেকে এই স্টান্টকে হলিউডের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের অটো-রিকশা এডিশন বলেও আখ্যা দিয়েছেন অনেকে। আবার কয়েক জন তাঁকে সার্টিফাইড রজনী ফ্যান হিসেবেও সম্বোধন করেছেন অনেকে।
এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে কবে, কখন কী ভাইরাল হবে তা বোঝা বেশ কঠিন। তবে তিন দিন আগে এই ভিডিওটি তাদের সোশাল মিডিয়া ইনস্টাগ্রামে শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড । আর তিনদিনের মধ্যেই এই ভিডিওটি দেখেছেন প্রায় পাঁচ লক্ষ মানুষ।