তারকেশ্বর মন্দিরে ভক্তদের জন্য প্রবেশের সময়সীমা বাড়াল মন্দির কর্তৃপক্ষ। সকাল ৬টা থেকে বেলা ১টা এবং সন্ধা ৬টা থেকে রাত ৮ পর্যন্ত। সোমবার থেকে মন্দিরে প্রবেশ করতে পারবে ভক্তরা। রবিবার পর্যন্ত এই সময়সীমা ছিল শুধুমাত্র সকাল ৭ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তবে মন্দিরের গর্ভগৃহে এখনও প্রবেশ করতে পারবে না যাত্রীরা, বহাল থাকলে করোনার সকল বিধি নিষেধ।
উল্লেখ্য, করোনা সংক্রমণ ক্রমশ কমতে থাকায় গত ৩ জুন থেকে মন্দিরের দরজা খোলা হয় ভক্তদের জন্য। নিয়ম ছিল সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রবেশ করতে পারবে ভক্তরা। সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী হওয়ায় পুনরায় মন্দিরে প্রবেশের সমসসীমা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। তবে করোনা সম্পর্কিত সব বিধি নিষেধ মেনে চলতে হবে ভক্তদের। মাস্ক পরে মন্দিরে ঢোকা বাধ্যতামূলক। গর্ভগৃহ বন্ধ, তাই বাইরে রাখা চোঙাতেই জল, বেলপাতা ঢালতে হবে ভক্তদের। ২টি গেটই খোলা থাকবে মন্দিরের। আর এক মাস পরে শ্রাবনী মেলা শুরু হওয়ার কথা। লক্ষাধিক মানুষের সমাগম হয় বলে গত বছর মেলা বন্ধ রেখেছিল মন্দির কর্তৃপক্ষ। এবছর মেলা করা যাবে কিনা তা অবশ্য এখনও কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।।