মেকআপের ঢের সামগ্রী থাকলেও কাজল আর আইলাইনার কিন্তু অধিকাংশ মেয়েদের সব চাইতে প্রিয়। আর কোভিডকালে এই সম্পর্ক আরও গাঢ় হয়েছে।একদিকে যখন ঘাম আর লিপস্টিক মিশে ঠোঁটের ও আশেপাশের ত্বকের জন্য সমস্যা সৃষ্টি করছে, তখন আপনার চোখকে সুন্দর ভাবে আরও আকর্ষণীয় করে তুলছে আপনার পছন্দের কাজল ও আইলাইনার। চোখে কাজল বা আইলাইনের ব্যবহার এখন নিত্যদিনের। আগের তুলনায় এখনও লাইনার লাগাতে গিয়ে হাতও সেভাবে কাঁপে না, আবার কাজল লাগাতে গিয়ে আপনিও চোখে খোঁচাটা অনেক কম দেন। তবে আপনি কি নিশ্চিত এত বছর পরেও কাজল ও আইলাইনারের ব্যবহারে এই ভুলগুলো আপনি করেন না? যেমন-
লিকুইড আইলাইনারের ব্যবহারের সময় চোখে চাপ পড়ে না
লিকুইড আইলাইনের দিয়ে চোখ আঁকতে গিয়ে অধিকাংশই চোখের কোণের চামড়ার উপর বাড়তি চাপ বা টান পড়ে। এই অভ্যাস যদি দীর্ঘদিনের হয় অবিলম্বে বদলান। না হলে এর ফলে চোখের কোণের চামড়া কুঁচকে যেতে পারে। আবার আইলাইনার লাগানোর পর যখন হাত তুলে নিচ্ছেন তখন চেপে থাকা চামড়া আবার ফুলে ওঠে। এর ফলে চোখের কোণ অসমান হয়ে যায়। অনেক টিক মার্কের মত দেখতে হয়ে যায়।
শুধু মাত্র চোখের নীচের পাতায় আইলাইনার ব্যবহার করেন
অনেকেই শুধুমাত্র চোখের নীচের পাতায় লাইনার লাগান। এর ফলে দেখে মনে হয় চোখ নীচের দিকে হালকা ঝুলে পড়েছে বা ভারাক্রান্ত হয়েছে। এবং এর ফলে প্রভাবিত হয় আমাদের ‘ওভারঅল লুক’। তাই নিজেকে কম বয়সি দেখাতে চোখের উপর ও নীচের পাতায় লাইনার লাগান। বরং উপরের পাতায় গাঢ় এবং নীচের পাতায় তুলনামূলক হালকাভাবে লাইনার লাগান।এর ফলে আপনার চোখ সুন্দর ভাবে ফুট উঠবে আবার উগ্রও দেখাবে না।
ভুল আইলাইনার ব্যবহার
আপনি চোখে তাড়াতাড়ি লাইনার চালাতে পারেন না কিংবা পছন্দ করেন না। এতে কোনও সমস্যা নেই ঠিকই তবে লিকুইড আই লাইনার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবং অনেকে সময় চোখে মনের মতো লাইনার লাগাতে পারেন না। তবে ভাল ফল পেতে যেটা করতে পারেন সেটা হল ওয়াটার প্রুফ লং ওয়ার আই পেনসিল ব্যবহার করতে পারেন।এটা আপনাকে আকার ঠিক করে বা ব্লেন্ডিংয়ের জন্য বাড়তি সময় দেবে। এবং সহজে স্মাজ বা চোখের আশেপাশে ছড়িয়ে পড়ার মতো সমস্যার সৃষ্টি হবে না।
আপনার চোখের সঠিক আকার আপনার জানা নেই
জানেন কি শুধু আইলাইনার লাগালেই চলবে না, আপনার চোখের আকার বুঝে লাইনার ব্যবহার করলে আরও ভাল ফল পাবেন। যেমন ধরুন, যদি আপনি মোটা করে আইলাইনার লাগান তা হলে চোখ ছোট দেখাবে। তাই আইলাইনার ব্যবহারের সময় চোখের আকার বুঝে তা ব্যবহার করুন। তবে এটা করতে যদি আপনার অসুবিধে হয় তা হলে চোখের নিজস্ব আকার ফুটিয়ে তুলতে বরং চোখের পাতায় সরু করে লাইনার লাগান।
প্রত্যেকদিন আইলাইনার লাগানো
আপনি কি প্রত্যেকদিন চোখে লাইনার ব্যবহার করছেন? তা হলে সতর্ক হতে হবে এই কাজ রোজ করলে চোখের আশেপাশের চামড়ার বড় ক্ষতি করছেন আপনি। কারণ প্রত্যেকদিন আইলাইনার ব্যবহারের ফলে চামড়া কুঁচকে যাওয়া কিংবা ডার্ক সার্কলের মত সমস্যা হতে পারে। দীর্ঘদিনের ব্যবহারের অভ্যেস সহজে ছাড়া যায় না ঠিকই। তবে চোখের কথা ভেবে রোজ ব্যবহার না-করে বরং মাঝে মধ্যে ব্যবহার করতে পারেন।
ছবি সৌজন্য: Unsplash