কলকাতা : আগামী দুদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে। শনিবার থেকে পরিষ্কার হবে আকাশ। কমবে বৃষ্টির সম্ভাবনা। যদিও পুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। দু-এক পশলা বর্জ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রী। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রী। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।
দক্ষিণবঙ্গে পুজোয় কেমন থাকবে আবহাওয়া ?
দক্ষিণবঙ্গে শুক্রবার অর্থাৎ তৃতীয়া পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে, শনিবার থেকে মঙ্গলবার অর্থাৎ চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত পরিষ্কার থাকবে আকাশ । বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা স্বাভাবিকের উপরে আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা থাকবে।
বুধবার থেকে শুক্রবার অর্থাৎ অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি এই সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা থাকবে আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকবে।
আরও পড়ুন – মাটি নয়, স্টোন চিপস দিয়ে দুর্গা প্রতিমা বানালেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র
উত্তরবঙ্গে পুজোয় কেমন থাকবে আবহাওয়া ?
আগামী শুক্রবার অর্থাৎ তৃতীয়া পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। চতুর্থী থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম।
উত্তরবঙ্গের উপর সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্তের। আন্দামান সাগরে আগামী রবিবার ১০ অক্টোবর অর্থাৎ পঞ্চমীর দিন তৈরি হবে নিম্নচাপ। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে যাবে। ফলে, এটি বুধ-বৃহস্পতিবার নাগাদ এটি উপকূলের কাছাকাছি চলে আসবে। সেই সময়ে বাংলা উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে বৃষ্টি বাড়বে।
আরও পড়ুন – উৎসবের ঢাকে কাঠি, নাকতলায় উদ্বোধন-চেতলায় চক্ষুদান করলেন মমতা
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে উত্তর-পশ্চিম ভারতে। মৌসুমী বায়ু বিদায় নেওয়ায় শুষ্ক আবহাওয়া তৈরি হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। তামিলনাড়ুতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন কর্ণাটক ও কেরালাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।