বাংলাদেশ ও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান এবার অভিনয় আঙিনার বাইরে অন্যরকম এক সম্মান পেতে চলেছেন। পশুপ্রেমের জন্য তাঁকে ‘প্রাণবিক বন্ধু’ সম্মান দেওয়া হবে। বাংলাদেশের ‘দ্যা পিপল ফর অ্যনিমেল ওয়েলফেয়ার'(পাও) সংগঠনটি প্রথমবারের মতো অভিনেত্রীকে এই পুরস্কার প্রদান করবে।
আরও পড়ুন: অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও খুনের চেষ্টা
পশুপ্রেমী এবং পশু-কল্যাণে সহযোগিতা করেন এমন দশজনকে দেওয়া হচ্ছে এই সম্মাননা। এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রাণী কল্যাণের ক্ষেত্রে জরুরী চিকিৎসা ও দীর্ঘমেয়াদী সামাজিক সচেতনতার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যকে মাথায় রেখেই বিভিন্ন সময় প্রাণী চিকিৎসা,উদ্ধার,আইন পদক্ষেপের বাইরেও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এই সংগঠন কাজ করে। সে ক্ষেত্রে ‘প্রাণবিক বন্ধ’ সম্মাননা প্রদান একটি বিশেষ উদ্যোগ। এবার থেকে সংগঠন সচেষ্ট হবে প্রতিবছর সারাদেশে ‘প্রাণবিক বন্ধু’খুঁজে বের করার ক্ষেত্রে।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী মাসে বিজয়ীদের হাতে এই সম্মান স্মারক তুলে দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সম্মান পেয়ে অভিনেত্রী জয়া জানিয়েছেন,’আমি পুরস্কৃত হচ্ছি এজন্য আনন্দিত নই; বরং অসাধারণ এই উদ্যোগের জন্য আমি আনন্দিত। এটা প্রাণী-প্রেমীদের মনে আরো বেশি উৎসাহ যোগাবে। সত্যিকারের মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি’।