কলকাতা টিভি ওয়েব ডেস্ক : চাপের কাছে নতি স্বীকার। অবশেষে রাহুল-প্রিয়াঙ্কাকে লখিমপুর যাওয়ার অনুমতি দিল যোগী সরকার। তাঁদের সঙ্গে আরও তিনজন সদস্যকেও অনুমতি দেওয়া হয়েছে।
রবিবার উত্তরপ্রদেশে কৃষকদের মিছিলের উপরে গাড়ি চালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের। যা নিয়ে কার্যত উত্তপ্ত উত্তরপ্রদেশ। এর মধ্যেই লখিমপুরে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কারণে প্রায় ৩০ ঘণ্টা আটক করে রাখা হয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। তারপর তাঁকে গ্রেফতারও করা হয়েছে।
অন্যদিকে বুধবার লখিমপুর যাওয়ার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে কংগ্রেসের তরফে যোগী সরকারের কাছে যাওয়ার অনুমতি চাওয়া হয়। যোগী সরকার সেই অনুমতি দেয়নি। তবুও রাহুল হাল ছাড়েননি রাহুল।
আরও পড়ুন – লখিমপুরের পথে রাহুল
অনুমতি না থাকার সত্ত্বেও তিনি বুধবার লখিমপুর যাওয়ার সিদ্ধান্ত নেন। বুধবার সকালে এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলনও করেন। যেখানে তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। জানান, কৃষক হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত বলেও এদিন উল্লেখ করেন তিনি। এর সঙ্গেই স্পষ্ট করেন, বাকিদের লখিমপুরে যেতে দেওয়া হচ্ছে। অথচ শুধু কংগ্রেসকে বাধা দেওয়া হচ্ছে। কাজেই তিনি বুধবার লখিমপুরে যাবেন।
আরও পড়ুন – Lakhimpur Kheri: মন্ত্রীর ছেলেই গাড়ি চালাচ্ছিলেন, এ বার সামনে এল জোরাল প্রমাণ
এরপর যোগী সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় রাহুলকে দিল্লি বিমানবন্দরেই আটকাতে। এরপরেও বিমানে চেপে বসেন রাহুল। প্রতিনিধি দল নিয়ে রওনা দেন লখিমপুরের উদ্দেশে। এরমধ্যেই সিদ্ধান্ত বদল করে যোগী সরকার। চাপের কাছে নতি স্বীকার করে রাহুল, প্রিয়াঙ্কাসহ আরও তিনজনকে ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেয়।