কলকাতা টিভি ওয়েব ডেস্ক : বুধবার লখিমপুর খেরির উদ্দেশে রওনা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে কংগ্রেসের তরফে যোগী সরকারের কাছে লখিমপুর যাওয়ার অনুমতি চাওয়া হয়। যোগী সরকার সেই অনুমতি দেয়নি। এই পরিস্তিতিতেও লখিমপুরের উদ্দেশে রওনা দিলেন রাহুল।
রবিবার উত্তরপ্রদেশে কৃষকদের মিছিলের উপরে গাড়ি চালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের। যা নিয়ে কার্যত উত্তপ্ত উত্তরপ্রদেশ।
এই পরিস্থিতিতে ঘটনাস্থলে যেতে এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে বিরোধীদের। তবে, ইতিমধ্যেই মঙ্গলবার সেখানে পৌঁছেছে তৃণমূলের তিন প্রতিনিধি দল। তাঁরা কথা বলেছেন কৃষক নেতা সহ নিহত পাঁচ কৃষকের পরিবারের সঙ্গেও।
আরও পড়ুন – রাহুল, প্রিয়াঙ্কা-সহ তিনজনকে লখিমপুর যাওয়ার অনুমতি দিল যোগী সরকার
অন্যদিকে লখিমপুরে যাওয়ার কারণে প্রায় ৩০ ঘণ্টা আটক করে রাখা হয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। তারপর তাঁকে গ্রেফতারও করা হয়েছে। এরপরেই বুধবার লখিমপুর যাওয়ার পরিকল্পনা করেন রাহুল।
আরও পড়ুন – কৃষকদের উপর পরিকল্পনা করে আক্রমণ করেছে বিজেপি, তোপ রাহুলের
তবে, যাওয়ার আগে বুধবার সকালে সাংবাদিক সম্মেলন করেন তিনি। যে সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘কৃষকদের ওপর হামলাটি সম্পূর্ণ পরিকল্পিত। নিহতদের ঠিক মত ময়নাতদন্ত করা হচ্ছে না।’ এছাড়াও তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার লখনউ গেলেন কিন্তু লখিমপুরে যাননি। তাই অনুমতি না থাকলেও তিনি বুধবার লখিমপুরে যাবেন। কথা বলবেন নিহতদের পরিবারের সঙ্গে। সেই মতই বুধবার তিনি রওনা দিলেন।