অন্ধাধুন খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবনের পরবর্তী থ্রিলার ফিল্ম ‘মেরি ক্রিসমাস’-এ যে মু্খ্য ভূমিকায় থাকছেন ক্যাটরিনা কাইফ এমনটা জানা গিয়েছিল চলতি বছরের শুরুতেই।এই থ্রিলার ছবিতে ক্যাটরিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি।চলতি বছরের এপ্রিল মাসেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল,কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ এবং লকডাউনের জন্য ছবির শ্যুটিং শুরু করতে পারেননি পরিচালক শ্রীরাম রাঘবন।শোনা যাচ্ছিল,চলতি মাসেই মেরি ক্রিসমাসের শ্যুটিংয়ে যোগ দেবেন বিজয় সেতুপতি,ক্যাটরিনা কাইফর, কিন্তু ফের পিছোচ্ছে ছবির শ্যুটিং।
আরও পড়ুন – বিজয়েই সন্তুষ্ট শ্রীরাম রাঘবন
মুম্বই ফিল্ম সিটিতে ‘মেরি ক্রিসমাস’-এর যে সেটটি তৈরি হয়েছিল,তার বেশ খানিকটা অংশ নাকি রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে।যা সারিয়ে তুলতে খানিকটা সময় লাগবে।সেই কারণেই শ্যুটিং শুরুর দিন পিছিয়ে দিয়েছেন নির্মাতারা।সূত্রের খবর,’মেরি ক্রিসমাস’ দেড় ঘন্টার একটি ছবি।যার শ্যুটিং করতে একমাস সময় লাগবে কলাকুশলীদের।আগামী বছরই মুক্তি পাবে বিজয় সেতুপতি-ক্যাটরিনা কাইফ অভিনীত এই থ্রিলার ফিল্ম।
আরও পড়ুন – আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’