লখনউ: উত্তরপ্রদেশের লখিমপুরের হিংসা তদন্তে যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস৷ বাস্তবে উত্তরপ্রদেশ পুলিশ কাজ করেনি বলেও অভিযোগ কংগ্রেসের৷ তাই, কটাক্ষ করে কংগ্রেসের তরফে বলা হয়েছে, লখিমপুর হিংসা তদন্তে ‘খাতা-কলমে’র কাজ করা হয়েছে৷ অভিযোগের যুক্তি হিসাবে প্রশ্ন তুলে ধরা হয়েছে৷ জানতে চাওয়া হয়েছে, এখনও পর্যন্ত কেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করা হল না? কেনই বা কেন্দ্রীয় মন্ত্রীকে বরখাস্ত করা হল না?’
Congress dubs as "paper work" the probe into Lakhimpur Kheri violence and asks why the son of union minister accused of mowing down farmers has not been arrested yet and the minister dismissed
— Press Trust of India (@PTI_News) October 5, 2021
প্রাক্তন আইন মন্ত্রী ও কংগ্রেস নেতা অশ্বিনী কুমারও সরব হয়েছেন৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী কেন এখনও পর্যন্ত মৃত কৃষকদের সঙ্গে দেখা করলেন না? অথচ, তিনি লখনউতে ” আজাদি কা অমৃত মহোৎসব ” উপস্থিত ছিলেন৷
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর গ্রেফতার নিয়েও প্রশ্ন তেলেন৷ তিনি বলেন, মৃতদের পরিবারের দুঃখের ভাগিদার হতে চেয়েছিলেন প্রিয়ঙ্কা৷ কিন্তু, তাঁকে যেতে দেওয়া হল না৷ তাঁকে গ্রফতার করা হয়েছে৷ মৃতের পরিবারগুলিকে ৪৫ লাখ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণায় মানুষের জীবন পরিমাপ করা যায় না। বরং, আমরা মনে করি এই আর্থিক সাহায্য ঘোষণা মানুষের ক্রোধ দমন করার জন্য কেবল কাগজ-কলমের কাজ হয়েছে। কিন্তু মনে রাখবেন, এই রাগ দমন করা যাবে না৷ ইতিহাস সাক্ষী আছে।”
আরও পড়ুন-বিধানসভায় গিয়ে মমতাকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল ধনকড়
এ দিকে এই হিংসার তদন্ত করুক সিবিআই৷ মঙ্গলবার সু্প্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে দাবি জানালেন উত্তরপ্রদেশের এক আইনজীবী৷ তিনি প্রধান বিচারপতি এনভি রমানার কাছে আবদেন করেছেন, ঘটনার দ্রুত সিবিআই তদন্তের দায়িত্ব দিক স্বরাষ্ট্র মন্ত্রক৷ রবিরারের ভয়ঙ্কর ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির আর্জিও জানিয়েছেন৷
আরও পড়ুন-লখিমপুর খেরিতে পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল
কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িতে পিষে মৃতদের সৎকারে রাজি হল পরিবার৷ একই সঙ্গে মৃতদের পরিবার ময়নাদতন্তের রিপোর্ট ও এফআইআর কপি চেয়েছে৷ কৃষক নেতা রাকেশ টিকায়েত ও উত্তরপ্রদেশ পুলিশের আলোচনার পর এই সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷ কিন্তু, বন্দুকের গুলিতে মৃতদের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দিল্লির হাসপাতালে পাঠানো হয়েছে৷ প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, তাঁরা মারাত্মক জখম ও মানসিক আঘাত ও মস্তিষ্কে আঘাতের কারণে মারা গিয়েছে৷