চুল নিয়ে আমরা প্রত্যেকেই স্পর্শকাতর। একটু উনিশ থেকে বিশ হলেই ইদানীং যে হারে চুল ওঠে তা রীতিমতো চিন্তায় ফেলে দেয় আমাদের। আর্দ্রতাপূর্ণ আবাহাওয়া, পরিবেশ দূষণের ঝক্কি ঝামেলা পেরিয়ে ছোট কিংবা মাঝরি চুলের যত্ন নিতেই কালঘাম ছুটে যায় আমাদের! তার সঙ্গে আছে চুল পড়ার সমস্য। কিন্তু মহারাষ্ট্রে আকাঙ্ক্ষা যাদবের ৯ ফিট ১০.৫ ইঞ্চি চুলের ঢল দেখে চোখ কপালে উঠবেই! এমন লম্বা চুল বাস্তবে তো দূর অস্ত্, স্বপ্নেও আমরা কল্পনা করতে পারব না।
আর এই কারণেই লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের ২০২০-২০২২-এ নাম উঠেছে মহারাষ্ট্রের থানের এই মেয়ের। লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বুকের ৩০ তম সংস্করণে বিশ্বের সব থেকে লম্বা চুলের অধিকারিণী হিসেবে নাম উঠেছে আকাঙ্ক্ষা যাদবের। সেই থেকে তাঁর এই রেকর্ড ভারতে এখনও পর্যন্ত ভাঙতে পারেনি কেউ।
View this post on Instagram
তবে এটাই তাঁর প্রথম খ্যাতি নয়, এর আগে তাঁর এই মেঘবরন চুলের জন্য আকাঙ্ক্ষা যাদবের নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। ফার্মাসিউটিক্যাল ও ম্যানেজমেন্ট পেশার সঙ্গে যুক্ত আকাঙ্ক্ষা। পাশাপাশি একজন মডেলিং ও ফিটনেস পাগলও আকাঙ্ক্ষা। তবে তাঁর এই ঘন লম্বা চুলের গোপন রহস্য কারও কাছে ফাঁস করতে চাননি তিনি। তাঁকে প্রশ্ন করা হলে আকাঙ্ক্ষা তাঁর এ রকম লম্বা সুন্দর চুলকে ‘আশীর্বাদ’ বলে জানিয়েছেন।
এরপর তাঁকে চুলের পরিচর্যা নিয়ে প্রশ্ন করা হয়। এই প্রশ্নের উত্তরে আকাঙ্ক্ষার জবাব, চুলের যত্নের পিছনে তিনি খুব বেশি হলে মাত্র ২০ মিনিট সময় দেন। চুলের পিছনে এর থেকে বেশি সময় দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
তিনি কি আদৌ চুল কাটেন? আকাঙ্ক্ষা জানিয়েছেন, মাটি থেকে তাঁর কোমর পর্যন্ত লম্বা চুলের অংশ একবার কেটেছিলেন।
ছবি সৌজন্য: Instagram/akanksha.yv