লখনউ: প্রায় ৩০ ঘণ্টা আটক থাকার পর মঙ্গলবার উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হল৷ একই সঙ্গে তাঁর বিরুদ্ধে সীতাপুর থানায় মামলা দায়ের হয়েছে৷সীতাপুরের অতিথি নিবাসকে অস্থায়ী জেলে পরিণত করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর,তাঁর বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ ওঠে। শান্তিভঙ্গ, ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে প্রিয়ঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার লখিমপুর খেরিতে যাওয়ার চেষ্টা করায় তাঁকে সীতাপুরের এক অতিথি নিবাসে আটক করে রাখা হয়েছিল৷
Why is the Union Minister who threatened farmers a few days ago, still there in Modi’s cabinet? Why has he not been expelled? Why has his son not been arrested?: @drshamamohd #मोदी_लखीमपुर_जाओ pic.twitter.com/3l1VldZK7s
— Congress (@INCIndia) October 5, 2021
লখিমপুরে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে আটক করে পুলিশ৷ এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান কংগ্রেস নেত্রী৷ জানতে চান কেন তাঁকে আটকানো হল? লখিমপুর যেতে দেওয়া না হলে তিনি এক পা-ও সরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন পুলিশকে৷
"लाशों पर उत्सव मनाना गिद्धों का स्वभाव होता है।"
लखीमपुर खीरी में मारे गए किसानों की लाशें न्याय का इंतजार कर रही है मगर पीएम मोदी उससे कुछ दूर लखनऊ में उत्सव मना रहे हैं।
लखनऊ की सड़कों पर लगे ये मुस्कुराते पोस्टर किसानों के घावों को रगड़ रहे हैं।#मोदी_लखीमपुर_जाओ pic.twitter.com/eDLPrzCexu
— Congress (@INCIndia) October 5, 2021
আরও পড়ুন: ফাইজারের দুটি ডোজ ডেল্টা প্লাসের উপর কার্যকর, দাবি ফাইজার কর্তৃপক্ষের
দীপেন্দর হুডাকে সঙ্গে নিয়ে রবিবার গভীর রাতে লখিমপুরের উদ্দেশে বেরিয়ে পড়েন প্রিয়াঙ্কা৷ কিন্তু হরগাঁও পুলিশ থানা এলাকায় আটকে দেওয়া হয় তাঁর গাড়ি৷ তার পর সেখান থেকে পুুলিশ জোর করে প্রিয়াঙ্কাকে সীতাপুরের একটি গেস্ট হাউসে নিয়ে যায়৷ সেখানে পৌঁছেই পুলিশের উপর মেজাজ হারান কংগ্রেসের সাধারণ সম্পাদক৷
কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়৷ প্রিয়াঙ্কাকে ঘিরে রয়েছে প্রচুর পুলিশ৷ প্রিয়াঙ্কাকে ওখান থেকে চলে যেতে বলা হয়৷ শুনে রেগে যান কংগ্রেস নেত্রী৷ বলেন, ‘যাদের খুন করা হয়েছে তাদের চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি নই৷ সরকারকে বাঁচানোর চেষ্টা করছেন আপনারা৷ আমাকে লিগ্যাল ওয়ারেন্ট দিন৷ আইনি কাগজ দেখান৷ এখানে ১৪৪ ধারা রয়েছে৷ আমরা দু’জন যেতে চাইছি৷ না যেতে দিলে আমিও এখান থেকে যাব না৷
जब नाश मनुज पर छाता है,
पहले विवेक मर जाता है।।राज्यसभा सांसद @deependerSHooda के साथ ये बर्ताव भाजपाई की कायरता का प्रतीक है और @priyankagandhi जी का डटकर खड़े हो जाना साहस का।
विजय साहस की होगी।#PriyankaGandhiwithFarmers#लखीमपुर_किसान_नरसंहार pic.twitter.com/OXtpuu2JE1
— Congress (@INCIndia) October 4, 2021
আরও পড়ুন-প্রকাশ্যে মহিলার গলা কেটে খুন, সিসিটিভিতে ধরা পড়ল খুনের দৃশ্য
রবিবারের ঘটনার পর লখিমপুর খেরিতে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা৷ তার পর থেকে বারবার তাঁকে আটকে দেয় পুলিশ৷ রাতে বিমানবন্দর থেকে লখনউয়ে নিজের বাড়িতে পৌঁছন কংগ্রেসের সাধারণ সম্পাদক৷ সেখানে তাঁকে আটকে দেওয়া হয়৷ রটে যায় প্রিয়াঙ্কাকে গৃহবন্দি করা হয়েছে৷ কিন্তু পুলিশের বাধা টপকে তিন জনকে নিয়ে প্রিয়াঙ্কা লখিমপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন৷