দিল্লি : প্রকাশ্যে মহিলার গলা কেটে খুন। পুরো ঘটনাটি ধরা পড়ল একটি দোকানের সিসিটি ক্যামেরায়। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকায়।
সিসিটিভিতে দেখা গেছে, এক ব্যক্তি হাতে একটি ব্যাগ নিয়ে একটি দোকানের দিকে এগোচ্ছিলেন। ওই দোকানের বাইরে ফুটপাথের উপর দাঁড়িয়ে ছিলেন একজন মহিলা। তাঁর হাতে লাঠি জাতীয় একটি বস্তু ছিল যা দিয়ে তিনি ওই ব্যক্তিকে তাড়ানোর চেষ্টা করছিলেন। এরপর ওই ব্যক্তি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর হাতের ব্যাগটি পায়ের কাছে রাখেন। তারপর মুহূর্তের মধ্যেই ওই মহিলার গলা কেটে ফেলেন। তারপর ফের ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। সিসিটিভিতে দেখা যায় যে, ওই দোকানের পাশে একটি গলি দিয়েই পালানোর চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু ঘটনাটির সময় ওই স্থানে অনেকে উপস্থিত ছিল তারা তাকে দেখে ফেলে। স্থানীয়রাই ধাওয়া করে অভিযুক্তকে ধরে ফেলে। তারপর শুরু হয় অভিযুক্তকে মারধর। খবর পেয়ে ঘটনাস্হলে আসে পুলিশ। তারা অভিযুক্তকে উদ্ধার করে জখম অবস্থায় দিনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যায়। ওই মহিলাকে উদ্ধার করা হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলার নাম বিভা। সে তাঁর স্বামীর সঙ্গে স্থানীয় একটি সবজির দোকান চালাত। অভিযুক্তর সঙ্গে তাঁর কোনও একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, যার জেরেই এই খুন বলে অনুমান পুলিশের।
আরও পড়ুন : মুম্বইয়ের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার বিষ্ণুপুরে, খুন না অন্য কারণ দ্বন্দ্বে পুলিশ
পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, অভিযুক্তকে আটক করতে গেলে পুলিশের উপরও চড়াও হয় তারা। পুলিশের উপরে স্থানীয়রা হামলা করে এবং তাদের গাড়িতে ভাঙচুর চালায়। পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য স্থানীয় ৫জনকে গ্রেফতর করা হয়েছে।