বহু বছর গানটি ছিল খাতাবন্দি। একটি বাংলা ছবির জন্য গানটি তৈরি করেছিলেন ‘পৃথিবী’ বাংলা ব্যান্ডের কৌশিক চক্রবর্তী। সেই গানটিরই অডিও এবং ভিডিও এ্যালবাম প্রকাশিত হতে চলেছে এবার পুজোয়। যেটির নাম দেওয়া হয়েছে ‘শহরের গান’। ইতিমধ্যেই মিউজিক্যাল শর্টটি শুট করে ফেলেছে কৌশিকের পরিচালনায় ‘পৃথিবী’।
আরও পড়ুন: নজরুল এর আগমনী গানে দুর্গা বরণ লন্ডনে
গানটির ভিডিও অ্যালবামটিতে তিনটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সমর্পিতা চন্দ, দীপান্বিতা সাহা এবং অরিত্র মুখোপাধ্যায়। আগামী ৫ অক্টোবর মহালয়ার দিন ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পাবে। মিউজিক্যাল শর্টটিতে একটি ছোট গল্প বলা হবে। সম্পর্কের টানাপোড়েন এবং উত্তরণের ছবি যা আমাদের প্রাণের শহর কলকাতাকে ঘিরে আবর্তিত হয়। শহর যা কেড়ে নেয় তা আবার ফিরিয়ে দেয় কোন এক সময়, এই গানের মধ্যে দিয়ে সেটাই প্রকাশ পাবে এই ‘শহরের গান’এর ভিডিও অ্যালবামে। বাংলা ব্যান্ড ‘পৃথিবী’এই গানটি গোটা বিশ্বের নারীদের উৎসর্গ করতে চলেছে। মাতৃ বন্দনার এটিই হচ্ছে তাদের নবতম উদ্যোগ।