লখনউ: লখিমপুরে (Lakhimpur) কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কায় চার কৃষকের মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ খুনের ধারায় মামলা করা উচিত বলে জানালেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী (BJP MP Varun Gandhi)৷ সেই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) চিঠি লিখে লখিমপুর খেরির ঘটনায় সিবিআই (CBI) তদন্ত চাইলেন বরুণ৷
আরও পড়ুন: লখিমপুরে ১৪৪ ধারা, লখনউ বিমানবন্দরে কংগ্রেসী মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীর উড়ান নামতে বাধা
যোগীকে লেখা চিঠিতে নিহত কৃষকদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনবারের বিজেপি সাংসদ৷ তিনি লেখেন, প্রতিবাদী কৃষকদের সঙ্গে সংযম ও ধৈর্য দেখিয়ে পদক্ষেপ নেওয়া উচিত৷ কেবলমাত্র গান্ধীর দেখানো পথে গণতান্ত্রিকভাবে এবং আইনের শাসনের মধ্যে থেকে সংবেদনশীলতার সঙ্গে কৃষকদের প্রতি নরম ব্যবহার করতে হবে৷ কিন্তু যা ঘটেছে তা হৃদয়বিদারক৷ ওই ঘটনার সিবিআই তদন্ত হওয়া উচিত৷ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে করেন বরুণ৷ সেই সঙ্গে নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেন৷
लखीमपुर खीरी की हृदय-विदारक घटना में शहीद हुए किसानों को श्रद्धांजलि अर्पित करता हूँ। इस प्रकरण में उत्तर प्रदेश के मुख्यमंत्री जी से सख्त कार्यवाही करने का निवेदन करता हूँ। pic.twitter.com/e2tE1x4z3T
— Varun Gandhi (@varungandhi80) October 4, 2021
লখিমপুরের ঘটনায় যাঁর দিকে বেশি আঙুল উঠেছে সেই কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে এফআইআর করেছে উত্তরপ্রদেশ পুলিশ৷ এফআইআরে আশিসের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে৷ যদিও অজয় মিশ্রের দাবি, এটা একটা ষড়যন্ত্র৷ ঘটনার সময় তাঁর ছেলে সেখানে উপস্থিতই ছিল না৷ কিন্তু কৃষকদের বিবৃতি অনুযায়ী, আশিস শুধু সেখানে ছিলেন না৷ প্রতিবাদীদের উপর গুলিও চালিয়েছিলেন৷
আরও পড়ুন: দোষীরা গ্রেফতার না হলে মৃতদেহ সৎকার নয়, টিকায়েতের হুমকির পর মন্ত্রী পুত্রের নামে FIR
অজয় মিশ্র দাবি করেন, তাঁর ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে৷ ঘটনার সময় আশিস সেখানে ছিলই না৷ প্রতিবাদী কৃষকরা ওই সময় বিক্ষোভ দেখাচ্ছিলেন৷ তাঁদের মধ্যে থেকে কেউ কালো পতাকা দেখায়, কেউ গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে৷ তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের গাড়িটি উল্টে যায়৷ এবং সেই গাড়ির তলায় চাপা পড়ে দুই কৃষকের মৃত্যু হয়৷ তার পর তিন বিজেপি কর্মী এবং ওই গাড়ির চালককে পিটিয়ে মারে উত্তেজিত কৃষকরা৷