করোনা পরিস্থিতিতে বহুদিন বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। সিনেমার পাশাপাশি বহুদিন মঞ্চস্থ হয়নি কোন নাটক। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হচ্ছে বাংলা নাটক। পরিচালক রোকেয়া রায়ের নির্দেশনা শনিবার মঞ্চস্থ হল পূর্বরঙ্গের নতুন নাটক ‘লোকটি’। মণি মুখোপাধ্যায়ের একটি ছোট্ট গল্পকে নাট্য রূপান্তর করেছেন মলয় রায়। এই নাটকের ব্যবস্থাপনাতেও রয়েছেন তিনি।
আরও পড়ুন:ফুটবলের ‘যুদ্ধং দেহি’ গানে মাতলেন দেব
‘লোকটি’ নাটকের বিষয় বস্তু এখনকার ড্রইং রুম নাটকের থেকে এক দম আলাদা। খাদ্য ,বস্ত্র , বাসস্থান এই তিনটি বিষয় আদিম যুগ থেকে বর্তমান সময়ে সব সময়ই প্রাসঙ্গিক। বর্তমান সামাজিক, অর্থনৈতিক পরিস্থিতিতে মানুষের মূল চাহিদার উপর নির্ভর করেই বোনা হয়েছে এই নাটক কাহিনি। লোকসংস্কৃতির প্রেক্ষাপটে সাজানো হয়েছে নাটকের দৃশ্যপট । নাটকে এক প্রকৃতি পাগল ব্যক্তিকে ঘিরে গ্রামের মানুষের কৌতুহল , তাঁর দৃষ্টিকোণ থেকে সামাজিক অর্থনৈতিক বিষয় তুলে ধরা হয়েছে,এই নাটকের বিশেষত্ব হল, গল্প বলার আঙ্গিকে পরিবেশন করা হয়েছে এই নাটক। প্রকৃতির নানা রঙ উঠে এসেছে এই নাটকের প্রতি অঙ্কে। নাটকের চরিত্ররাই কখনো হয়ে উঠছে গাছ, ধানখেত, নদী আবার কখনো গামের নানা চরিত্র। নাচ গান, সংলাপে এক রঙিন দৃশ্য ওঠে এসেছে নাটকের ছত্রে ছত্রে। লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন শহরে ‘লোকটি’ নাটকের মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।