দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের ছবিতে কাজ করছেন শাহরুখ খান।ছবিতে কিং খান ছাড়াও রয়েছেন দীপিকা পাডুকোন,প্রিয়মণি,নয়নতারা,সানায়া মালহোত্রা,সুনীল গ্রোভর ছাড়াও বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা।অফিসিয়ালি কিছু জানানো না হলেও, শোনা যাচ্ছে ছবির নাম ‘লায়ন’।সম্প্রতি ছবির শ্যুটিং নিয়ে মিলল লেটেস্ট আপডেট।কিছুদিন আগেই জানা গিয়েছিল পুণে শহরে ‘লায়ন’-এর শ্যুটিং করছেন শাহরুখ, প্রিয়মণি, নয়নতারারা।ইতিমধ্যেই মিটে গিয়েছে পুণের শ্যুটিং পর্ব। শোনা যাচ্ছে,দ্বিতীয় পর্বের শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে শনিবার থেকেই।
আরও পড়ুন – কিং খান এবার ‘লায়ন’!
বলিপাড়া সূত্রে জোর খবর,দক্ষিণ মুম্বইয়ে ‘লায়ন’-এর জোরকদমে ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন কিং খান-অ্যাটলি কুমাররা।কোলাবা এলাকার একটি হাসপাতালে চলছে ছবির শ্যুটিং।আপাতত ১০দিন ধরে চলবে এই শ্যুটিং পর্ব।এরপরই সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’-এর শ্যুটিং করতে দীপিকাকে সঙ্গে নিয়েই স্পেন রওনা দেবেন বলিউড বাদশা।
আরও পড়ুন – শাহরুখ-দীপিকার রোম্যান্টিক গান
দেশে ফিরেই অ্যাটলি কুমারের ছবির বাকি শ্যুটিং শেষ করবেন শাহরুখ।অপেক্ষায় রয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ছবির শ্যুটিংও।তবে এখনই এই ছবি নিয়ে কোন আপডেট নেই।
আরও পড়ুন – শাহরুখ-রাজকুমারের ‘ডঙ্কি ফ্লাইট’