বড়পর্দায় সেভাবে নিয়মিত নন দিয়া মির্জা। দিন কতক আগেই সন্তানের মা হয়েছেন দিয়া। নতুন মা হওয়ার ব্যস্ততার ফাঁকেও নিজের সামাজিক দায়িত্বে ফাঁকি দেননি দিয়া। মহারাষ্ট্র জুড়ে চলে তাঁর সমাজসেবামূলক কাজ। সম্প্রতি তাঁরই স্বীকৃতি পেলেন অভিনেত্রী।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির মনোনয়নে ‘চ্যাম্পিয়ন অফ চেঞ্জ’ সম্মানে ভূষিত হলেন দিয়া। শিক্ষা, স্বাস্থ, খেলাধূলা, সামাজিক সুরক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে ছত্রপতি শিবাজির ভাবাধারার অনুসরণকারীদের এই সম্মানে ভূষিত করা হয়। জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত গুডউইল অ্যাম্বাসাডর এবং মহাসচিব দিয়ার কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে এই সম্মানে সম্মানিত করেছেন।
আরও পড়ুন : মাতৃত্বের যাত্রা শুরু
মুম্বইয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ইন্টারঅ্যাক্টিভ ফোরাম অন ইন্ডিয়ান ইকোনমি। মূলত এনজিও হিসেবেই কাজ করে এই সংস্থা। এমন একটা সংস্থার বিচারে তাঁর কাজ স্বীকৃতি পাওয়ায় খুশি দিয়া মির্জা।
আরও পড়ুন : দিয়ার আবেদন