কলকাতা : মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে বেরিয়ে সোজা ভবানীপুরে ভোটকেন্দ্রে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। মিত্র ইনস্টিটিউশনে মাত্র একবারের জন্য দেখা যায় তাঁকে। বাইরে আঁটসাঁট নিরাপত্তা। এমন সময় সবার চোখ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, তখন ভোট কেন্দ্রে একাই ঢুকলেন এক বৃদ্ধা। হাতে লাঠি। বুথের বাইরে বৃদ্ধার নথি দেখতে চান নিরাপত্তারক্ষীরা। দেখেন বয়স ৮০। পরিচয়পত্র দেখা মাত্রই নিরাপত্তারক্ষীরা তাঁর দু’ হাত ধরে নিয়ে যান ভোটকেন্দ্রে। সেই ছবিও দেখার মতন। যা মন ছুঁয়ে যাবে সকলের।
হাই ভোল্টেজ বুথ মিত্র ইনস্টিটিউশনে এ এক অন্য ভোটারের কথা। ছবি: সুচন্দ্রিমা
আরও পড়ুন : বেলা দু-টোর পরিবর্তে বিকেল চারটে, ভোট দিলেন অভিষেক
ভবানীপুরে ভোটযুদ্ধ। মোট বুথের সংখ্যা ২৮৭। সকাল থেকে লম্বা লাইন ছিল না বুথের বাইরে। ছবিটা কিছুটা অন্যরকম ছিল। বেশ শান্তিপূর্নভাবেই ভোটগ্রহণ চলছিল। রাস্তাঘাটও শুনসান। দুপুরে ফাঁকা ফাঁকা অবস্থাতেই ভোট দিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নামা মাত্রই বাইরে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তুলছেন সকলে। এমন সময় দেখা যায় অন্য আরএক ছবি। যেখানে দেখা যায় এক বৃদ্ধাকে। বয়সের ভারে ঝুঁকে গিয়েছে শরীর। হাতে লাঠি। একাই ঢুকছেন ভোট দিতে। সকাল থেকেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন সকলে। তেমনই নিজের ভোট নিজেই দিলেন বৃদ্ধা।