বাংলা সিনেমার দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন আসে যায়, তবে বয়স তাঁর বাড়ছে কই, টলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের সমান প্রতিযোগিতা দিয়ে চলেছেন। একের পর এক ছবি করে চলেছেন। নানা ধরণের চরিত্রে নিজেকে নিংড়ে দিচ্ছেন। লকডাউনের কিছুমাস ছবি না করলেও লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই বুম্বাদা শ্যুটিংয়ে ব্যস্ত হয় পড়েছেন। টলিউডের পাশাপাশি এখন বলিউডেও কাজের পরিমাণ বাড়িয়েছেন।
পরিচালক অতনু ঘোষের ছবি ‘ শেষ পাতা’র কাজ করছিলেন তিনি।বেশকিছু ছবির ঘোষণাও খবরে উঠে এসেছে। ইতিমধ্যেই টলিউডের অন্দরের খবর অভিনেতা প্রযোজক এনা সাহার প্রযোজনা সংস্থায় আগামী ছবিতে দেখা যাবে টলিউডের অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ছবির নাম এখনও ঠিক না হলেও জানা গেছে পরিচালনার দায়িত্বে রয়েছেন পাভেল। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ এর সঙ্গে এই ছবিতে ঋদ্ধি সেনকে দেখা যেতে পারে ।
আরও পড়ুন :ফুটবলের ‘যুদ্ধং দেহি’ গানে মাতলেন দেব
যদিও সব ঠিকঠাক হতে কিছুদিন সময় লাগবে, তবে পুজোর আগেই এই ছবি ঘোষণা হওয়ার কথা। পরিচালক পাভেলের সঙ্গে এই প্রথম কাজ করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।